বোটের ৫ কর্মীকে গ্রেফতার করেছেন উপকূলরক্ষীরা। ছবি: সংগৃহীত।
গুজরাতের ওখা উপকূলের অদূরে আরব সাগরে ইরানের একটি বোট থেকে ৬১ কেজি মাদক উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। আন্তর্জাতিক বাজারে যার দর ৪২৫ কোটি টাকা বলে দাবি। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে উপকূলরক্ষী বাহিনীর তরফে এ খবর জানানো হয়েছে। বোটের ৫ কর্মীকে গ্রেফতার করেছেন উপকূলরক্ষীরা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, গুজরাতের জঙ্গিদমন শাখার থেকে গোপন সূত্রে খবর পেয়ে তাদের সঙ্গে যৌথ অভিযানে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। সোমবার আরব সাগরের ওখা উপকূলের অদূরে আইসিজিএস মীরাবেন এবং আইসিজিএস অভীক নামে ২টি দ্রুতগতির বোট মজুত রেখেছিল তারা।
উপকূলরক্ষী বাহিনীর বিবৃতি অনুযায়ী, সোমবার রাতের গভীরে ওখা উপকূল থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে একটি বোটকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। উপকূলরক্ষীদের বোটগুলি সেটির পিছুধাওয়া করে। তাদের বোটগুলি এড়ানোর চেষ্টা করতে থাকে ওই বোটটি। তবে ওই বোটটিকে ধরে ফেলেন তারা। এর পর সেটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে ৬১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। বোটের ৫ কর্মীকে গ্রেফতার করে ওখায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।