Snowfall

সাদা খাজিয়ারে ঢল নেমেছে পর্যটকদের

বিকেল সাড়ে ৩টে নাগাদ আবহাওয়ার উন্নতি হয়। দেখা মেলে রোদের। পর্যটকের ঢল নামে খাজিয়ার লেক সংলগ্ন বরফ ঢাকা উপত্যকায়।

Advertisement

চন্দ্রপ্রভ ভট্টাচার্য

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:১৯
Share:

তুষারঢাকা খাজিয়ার। —নিজস্ব চিত্র।

কিছু দিন আগে এক বার তুষারপাত হয়েছিল খাজিয়ার এলাকায়। এর পরে শনিবার দীর্ঘ সময় ধরে ব‍্যাপক তুষারপাতের সাক্ষী থাকলেন এখানকার স্থানীয় মানুষ, পর্যটক সবাই। বিকেল সাড়ে ৩টে নাগাদ আবহাওয়ার উন্নতি হয়। দেখা মেলে রোদের। পর্যটকের ঢল নামে খাজিয়ার লেক সংলগ্ন বরফ ঢাকা উপত্যকায়।

Advertisement

হিমাচল প্রদেশের শিমলা, মানালি, লাহুল স্পিতি-সহ গোটা কিন্নর উপত্যকায় গত কয়েক দিন ধরে প্রবল তুষারপাত চলছিল। তার জেরে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে যায়। আটকে পড়েন পর্যটকেরাও। কিন্তু পর্যটকদের কাছে জনপ্রিয় খাজিয়ারে বরফের দেখা মিলছিল না। শুক্রবার চাম্বা জেলার অনেক এলাকায় বিকেল থেকেই আবহাওয়া বদলাতে থাকে। সন্ধ্যা থেকে শুরু হয় বৃষ্টি। সময়ের সঙ্গে তার তীব্রতাও বাড়তে থাকে। শনিবার ভোর থেকে সেই বৃষ্টি বদলে যায় তুষারপাতে। এ দিন ওই সময় থেকে ভারী তুষারপাত হয় চাম্বা জেলায় বিস্তীর্ণ এলাকায়।

আবহাওয়া দফতর প্রত‍্যেক পর্যটকের মোবাইলে বার্তা পাঠিয়ে জানিয়েছে, কিন্নর, শিমলা, সিরমোর, চাম্বা, কাংড়া, কুলু, লাহুল-স্পিতিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি বা তুষারপাত হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement