প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজিম। ফাইল চিত্র।
অনেক চেষ্টার পর মনের মানুষের খোঁজ পেয়েছেন আজিম মনসুরি। এ বার চার হাত এক হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও আমন্ত্রণ জানাতে চান কৈরানার বাসিন্দা ২.৩ ফুটের আজিম।
একটি সংবাদ সংস্থাকে আজিম বলেন, ‘‘নভেম্বরে আমার বিয়ে হবে। প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে আমার বিয়ের আমন্ত্রণপত্র দেব। দিল্লি গিয়ে আমন্ত্রণ জানাব প্রধানমন্ত্রীকে।’’
বহু বছর ধরে পাত্রী খুঁজছেন আজিম। কিন্তু বাদ সেধেছে তাঁর উচ্চতা। আর সেই উচ্চতার কারণেই পঞ্চম শ্রেণির পর পড়াশোনা করা হয়নি আজিমের। পাত্রী খুঁজে দেওয়ার আর্জি নিয়ে তিনি বহু নেতা-নেত্রী, সরকারি কর্তাদের দ্বারস্থ হয়েছেন। ২০১৯ সালে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবেরও দ্বারস্থ হয়েছিলেন আজিম। হতাশ হয়েই ফিরতে হয়েছিল তাঁকে।
অবশেষে সেই মনের মানুষকে পেয়েছিলেন আজিম। নিজের চেষ্টায়। হাপুরের মেয়ে বুশারারা সঙ্গেই এ বার ছাদনাতলায় বসবেন আজিম। বুশারার উচ্চতা তিন ফুট। ২০২১ সালের মার্চে বুশারার সঙ্গে আলাপ হয় তাঁর। এপ্রিলেই বাগ্দান সেরে ফেলেন দু’জন। কিন্তু সিদ্ধান্ত হয়, বুশারা স্নাতক পাশ করার পরই চার হাত এক হবে। এ বার স্নাতক পাশ করেছেন বুশারা। ৭ নভেম্বর বিয়ে করছেন এই দম্পতি।
একটি সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরপ্রদেশের কৈরানায় প্রসাধনীর দোকান রয়েছে আজিমের। সেই দোকান থেকে যথেষ্ট রোজগার হয়। ছোটবেলায় উচ্চতার জন্য স্কুলে হেনস্থার শিকার হতেন। সে কারণে পঞ্চম শ্রেণির পর আর পড়াশোনা হয়নি। ছয় ভাই-বোনের মধ্যে সব থেকে ছোট আজিম তখন থেকেই দাদাদের সঙ্গে প্রসাধনীর দোকানে বসতে শুরু করেন। এ বার তাঁর স্বপ্নপূরণ হতে চলেছে।