অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।
ফের এক বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। এ বার পুরোহিতদের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতি দিলেন তিনি। কেজরীওয়ালের ঘোষণা, আপ যদি আবার দিল্লিতে ক্ষমতায় আসে তবে পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। শুধু পুরোহিতদের নয়, গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ দেওয়া হবে বলেও জানান কেজরীওয়াল।
সোমবার কেজরীওয়াল বলেন, ‘‘পুরোহিত এবং গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। তাঁরা নিঃস্বার্থ ভাবে সমাজের সেবা করে আসছেন। দুর্ভাগ্যবশত, কেউ কখনও তাঁদের আর্থিক নিরাপত্তার ব্যাপারে ভাবেননি।’’ তার পরই তিনি জানান, মঙ্গলবার থেকে নতুন প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তিনি নিজে হনুমান মন্দিরে গিয়ে এই প্রক্রিয়ার সূচনা করবেন। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে কেজরী বলেন, ‘‘বিজেপিকে অনুরোধ করছি, নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি যেন না করে।’’
কেজরীওয়ালের নতুন প্রকল্প দিল্লিবাসীর জন্য জনকল্যাণমূলক পরিকল্পনার ধারাবাহিকতা। আপ প্রধান ইতিমধ্যেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য ‘সঞ্জীবনী যোজনা’ প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্প অনুযায়ী, দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স ৬০ কিংবা তার বেশি, হাসপাতালে তাঁরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এ ছাড়াও ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ নামে আরও একটি প্রকল্পের ঘোষণাও করেছে আপ। দিল্লির সরকার এই প্রকল্পের আওতায় ১৮ বছরের বেশি বয়সি দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মী বা কোনও রাজনৈতিক পদাধিকারী ছাড়া সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন।