Congress MLA

১৫ ফুট উঁচু থেকে পড়ে মাথায় চোট পেলেন কংগ্রেস বিধায়ক, রাখা হয়েছে ভেন্টিলেশনে

রবিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন ওই কংগ্রেস বিধায়ক। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:২৪
Share:

কংগ্রেস বিধায়ক উমা থমাস। —ফাইল চিত্র।

১৫ ফুট উঁচু থেকে পড়ে মাথায় গুরুতর চোট। লেগেছে শিরদাঁড়াতেও। ভেন্টিলেশনে কেরলের কংগ্রেস বিধায়ক উমা থমাস। রবিবার সন্ধ্যায় কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন উমা।

Advertisement

উমা ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। রবিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভিআইপি গ্যালারিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সে সময় উমা গ্যালারিতে প্রবেশের চেষ্টা করেন। ধাক্কাধাক্কিতে গ্যালারি থেকে নীচে পড়ে যান কংগ্রেস বিধায়ক। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পরই উমাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার প্রয়োজন পড়ে। তাঁর শরীরে কোনও সাড় নেই। হাসপাতালের ডিরেক্টর কৃষ্ণন উন্নি জানান, বিধায়ক মাথা, শিরদাঁড়া এবং পাঁজরে আঘাত পেয়েছেন। ফুসফুসে রক্ত জমাট বেঁধে আছে। এখনও তিনি সঙ্কটমুক্ত নন। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। উমাকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর জ্ঞান ছিল না। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিধায়কের মাথা এবং ফুসফুসের আঘাত। যা ভাবাচ্ছে চিকিৎসকদের।

Advertisement

উমার স্বামী কংগ্রেস নেতা পিটি থমাসও বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুর পর ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উমাকে প্রার্থী করে কংগ্রেস। ২০২২ সালে সেই নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement