ছবি টুইটার থেকে
রবিবার দ্বিতীয় দফায় আরও ১৪৬ জন নাগরিককে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হল দেশে। কাতারের সহযোগিতায় ওই ১৪৬ জনকে প্রথমে সে দেশের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হয়। তার পর তাঁদের দোহা থেকে নিয়ে আসা হয় ভারতে। কাতারের ভারতীয় দূতাবাসের তরফে রবিবার রাত ৮টা নাগাদ একটি টুইট করে জানানো হয় এ কথা।
রবিবার মোট ৩৯২ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দুই আফগান সাংসদ ও তাঁদের পরিবার। দুই সাংসদের নাম— আনারকলি হোনারিয়ার এবং নরেন্দ্র সিংহ খালসা। দিল্লিতে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নরেন্দ্র বলেন, ‘‘আমার কান্না পাচ্ছে। গত ২০ বছর ধরে সব একটু একটু করে গড়ে তুলেছিলাম। লহমায় শেষ হয়ে গেল!’’
৮৭ জন ভারতীয় এবং দু’জন নেপালের নাগরিককে এ দিন তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে দিল্লি উড়িয়ে আনা হয়। শনিবারও কাতার প্রশাসনের সাহায্য নিয়ে ১৩৫ জনকে কাবুল থেকে প্রথমে দোহা, তার পর সেখানে ভারতে ফিরিয়ে আনা হয়।