Accident

হায়দরাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১৩ বাঙালি

আহতরা সকলেই সোনার কাজ করতেন। কাজের সূত্রে তাঁরা ওই বাড়িতে থাকতেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০৯:০৩
Share:

প্রতীকী ছবি

হায়দরাবাদের মীর চক এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলেন ১৩ জন। এঁরা সকলেই বাঙালি। একই পেশার সঙ্গে যুক্ত হওয়ায় একই এলাকায় ওই বাড়িতে তাঁরা থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

আহতরা সকলেই সোনার কাজ করতেন। কাজের সূত্রে তাঁরা ওই বাড়িতে থাকতেন তাঁরা। বুধবার মাঝ রাতে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। শোনা যায় তীব্র আর্তনাদ। তখনই স্থামীয়রা গিয়ে দেখেন, সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে ওই বাড়িটিতে।

ঘটনার পরে দ্রুত এলাকায় যায় মীর চক থানার পুলিশ। স্থানীয়রাই আহতদের ওসমানিয়া হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক ভাবে ধারণা, সোনার কাজ করার জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয়, সেই থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। পুরো ঘটনার তদন্ত করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement