Tamilnadu

Minor mother: ১৭ বছরে মা, ১২ বছরেই বাবা! ‘ধর্ষণ নয়, স্বেচ্ছায় সহবাস’, বলছে যুগল

তদন্তে পুলিশ জানতে পারে, ১২ বছর বয়সি এক কিশোরের সঙ্গে বহু বছর ধরে সম্পর্কে রয়েছে সেই নাবালিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১২:২১
Share:

কিন্তু শিশুকন্যাটির বাবা কে? প্রতীকী ছবি

সম্প্রতি রাজা মিরাসুদার সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হয় এক ১৭ বছর বয়সি নাবালিকা। জন্ম দেয় এক শিশুকন্যার। ঘটনাটি তামিলনাড়ুর থাঞ্জাভর জেলার। কিন্তু শিশুকন্যাটির বাবা কে? এ নিয়ে সন্দেহ হওয়ায় হাসপাতাল থেকেই পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ১২ বছর বয়সি এক কিশোরের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে নাবালিকার। নাবালক ‘পিতা’ জানিয়েছে, ধর্ষণ নয়, স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ধর্ষণের অভিযোগ দায়ের না হলেও যেহেতু অন্তঃসত্ত্বা হয়েছিল নাবালিকা, তাই পুলিশ পকসো আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। আপাতত থাঞ্জাভর থানার মহিলা পুলিশ কিশোরটিকে গ্রেফতার করে একটি সরকারি হোমে রেখেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement