age

Age for Marriage: বিয়ে করবেন ভাবছেন? সুখী হতে চাইলে রাশি অনুযায়ী বিয়ের ঠিক বয়স জেনে নিন

বিয়ে করার ঠিক বয়স এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। কোন বয়সে বিয়ে করলে সুখী হবেন কোন রাশির মানুষ?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১১:০৬
Share:

প্রত্যেক রাশির মানুষের বিয়ের জন্য একটি নির্দিষ্ট বয়স থাকে। ছবি- সংগৃহীত

জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হল বিয়ে। বিয়ে করা এবং বিয়ের পর সুখে জীবন কাটানো, এই সব কিছুই খুব গুরুত্বপুর্ণ। জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেক রাশির মানুষের বিয়ের জন্য একটি নির্দিষ্ট বয়স থাকে। যদি সেই বয়স মেনে বিয়ে করা হয়, তা হলে জীবন ভরে থাকে সুখ-শান্তিতে।

Advertisement

দেখে নেব রাশি অনুযায়ী সঠিক বিয়ের বয়স—

মেষ- মেষ রাশির মানুষরা বিয়ে নিয়ে খুব একটা মাথা ঘামান না। এঁদের সঠিক বিয়ের বয়স ২০ থেকে ৩০ বছর পর্যন্ত।

Advertisement

বৃষ– এই রাশির মানুষরা মনের মতো জীবনসঙ্গী না পেলে বিয়ের কথা ভাবেন না। এঁরা খুবই রোম্যান্টিক। বিয়ের শুভ বয়স ২৫ বছর।

মিথুন– এই রাশির মানুষরা সম্পর্কের বিষয়ে খুব বেশি মন দেন না। বিয়ে একটু দেরিতেই হয়। তবে সঠিক বয়স ৩০ বছর।

কর্কট– এই রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের মূল্য গভীর। এঁরা সুখি দাম্পত্য পেতে চান। সঠিক বিয়ের বয়স ২০ বছর।

সিংহ– এঁরা স্বভাবে শান্ত। যত দিন সঠিক জীবনসঙ্গী খুঁজে না পান, তত দিন বিয়েতে রাজি হন না। বিয়ের সঠিক বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে।

কন্যা– জীবনসঙ্গীর খোঁজ পেলেই বিয়ে। তবে সিদ্ধান্ত খুব ভেবেই নেন। সঠিক বয়স ২৫ থেকে ৩০ বছর।

তুলা– এই রাশির বিয়ের ইচ্ছা একটু বেশি তাড়াতাড়ি হয়। এঁদের বিয়ের সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। ২০ বছর বয়সের পর থেকেই সঠিক বিয়ের বয়স শুরু।

বৃশ্চিক– এই রাশির বিয়ের জন্য সঠিক জীবনসঙ্গী পাওয়া খুবই জরুরি। কারণ এঁরা খুবই প্রেমিক প্রকৃতির হন। ২২ বছরের পর থেকেই বিয়ের সময় শুরু।

ধনু– এই রাশির বিয়ের শুভ সময় ৩০ থেকে ৩৭ বছর পর্যন্ত। তবে এই রাশির সম্পর্ক নিয়ে ঝামেলা থাকে। তাই বিয়ের সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে।

মকর– এই রাশির কাছে যেমন গুরুত্ব পরিবারের, ঠিক তেমন গুরুত্ব সাফল্যের। এঁদের বিয়ের শুভ সময় ২১ থেকেই শুরু হয়ে যায়।

কুম্ভ– এঁরা স্বাধীনচেতা। নিজের মনের মতো সঙ্গী পেলে তবেই বিয়ে করতে চান। বিয়ের সঠিক বয়সে যে কোনও সময়ে বিয়ে করতে পারেন।

মীন– আবেগ বোঝার মতো জীবনসঙ্গী পেলেই এঁরা যে কোনও সময়ে বিয়ে করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement