Entrance

Entrance: প্রবেশদ্বার এবং ব্যবসার প্রধান টেবিলের মুখ কোন দিকে থাকবে, তা খুবই গুরুত্বপূর্ণ

ব্যবসায় সুফল পেতে জানতে হবে কিছু নিয়ম। মূল প্রবেশদ্বার এবং প্রধানের টেবিলের মুখ কোন দিকে হওয়া উচিত, তা জানা দরকার।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১১:০৯
Share:

ব্যবসার প্রধান টেবিল অবশ্যই সঠিক দিকে করা উচিত। ছবি- সংগৃহীত

বাস্তুশাস্ত্রের মূল কথা দশ দিকের সমতা রক্ষা করা। বাস্তু মতে ব্যবসা ক্ষেত্রের প্রধান প্রবেশদ্বার এবং ব্যবসার প্রধান টেবিলের (মালিকের টেবিল) মুখ কোন দিকে থাকবে, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর উপর ব্যবসার শুভ-অশুভ নির্ভর করে। বাস্তু মতে দশ দিকের মধ্যে উপর এবং নীচ (ঊর্ধ্ব এবং অধঃ) দু’দিক বাদ দিলে বাকি আট দিকের অধিপতিত্ব করে আট গ্রহ। সকলের ক্ষেত্রে যে সব দিক শুভ হবে, তা কিন্তু নয়। যেমন কারও ক্ষেত্রে পূর্ব দিক শুভ হতে পারে, কারও ক্ষেত্রে অশুভ। শুভ-অশুভ নির্ভর করে মালিকের রাশি, লগ্ন এবং জন্মকালীন কোন গ্রহ শুভ ফলদাতা, তার উপর। শুভ ফলদাতা গ্রহের দিক মুখী ব্যবসা ক্ষেত্রের প্রধান প্রবেশদ্বার এবং ব্যবসার প্রধান টেবিল (যেন মালিক শুভ গ্রহের দিকে মুখ করে বসতে পারেন) শুভ ফল দান করে।

Advertisement

কোন গ্রহ শুভ হলে কোন দিক মুখী ব্যবসা ক্ষেত্রের প্রধান প্রবেশদ্বার এবং ব্যবসার প্রধান টেবিল করা উচিত?

রবি শুভ হলে পূর্ব দিক মুখী।

Advertisement

শুক্র শুভ হলে দক্ষিণ-পূর্ব দিক মুখী।

মঙ্গল শুভ হলে দক্ষিণ দিক মুখী।

রাহু শুভ হলে দক্ষিণ-পশ্চিম মুখী।

শনি শুভ হলে পশ্চিম মুখী।

চন্দ্র শুভ হলে উত্তরপশ্চিম মুখী।

বুধ শুভ হলে উত্তর মুখী।

বৃহস্পতি বা কেতু শুভ হলে উত্তরপূর্ব মুখী।

অনেক সময়ে প্রধান প্রবেশদ্বার পরিবর্তন সম্ভব হয় না, সে ক্ষেত্রে ব্যবসার প্রধান টেবিলের (মালিকের টেবিল) অবশ্যই সঠিক দিকে করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement