Nag Panchami

Nag panchami 2022: আগামী ২ আগস্ট, মঙ্গলবার শ্রীশ্রী নাগ পঞ্চমী ও ষট পঞ্চমী ব্রত

নাগ পঞ্চমী এবং ষট পঞ্চমী কবে?

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ০৮:১৩
Share:

পঞ্চমী তিথির অধিদেবতা নাগরাজ। ছবি- সংগৃহীত

সূর্য এবং চন্দ্রের দূরত্ব অনুসারে তিথি নির্বাচন করা হয়। পঞ্চম তিথি পঞ্চমী। শাস্ত্র মতে প্রত্যেক তিথির নির্দিষ্ট অধি দেবতা আছেন। পঞ্চমী তিথির অধিদেবতা নাগরাজ।

Advertisement

শ্রাবণ মাসের পঞ্চমী (শুক্ল পক্ষের) তিথি নাগপঞ্চমী। পৌরাণিক কাহিনি, দেবী মনসার মধ্যস্থতায় সর্প নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই দিন পবিত্র নাগ পঞ্চমী হিসাবে পালন করা হয়। এই পবিত্র নাগ পঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনই দেবাদীদেবের আশীর্বাদও মেলে।

আগামী ২ আগস্ট, মঙ্গলবার শ্রীশ্রী নাগ পঞ্চমী।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

পঞ্চমী তিথি আরম্ভ—

বাংলা: ১৭ শ্রাবণ, মঙ্গলবার।

ইংরেজি: ২ আগস্ট, মঙ্গলবার।

সময়: ভোর ৫ টা ১৫ মিনিট।

শ্রীশ্রী নাগ পঞ্চমী, শ্রীশ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা।

পঞ্চমী তিথি শেষ—

বাংলার: ১৮ শ্রাবণ, বুধবার।

ইংরেজি: ৩ আগস্ট, বুধবার।

সময়: ভোর ৫টা ৪২ মিনিট।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে—

পঞ্চমী তিথি আরম্ভ—

বাংলা: ১৫ শ্রাবণ, সোমবার।

ইংরেজি: ১ আগস্ট, সোমবার।

সময়: রাত্রি ২টো ৪৮ মিনিট ৫৪ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ—

বাংলা: ১৬ শ্রাবণ, মঙ্গলবার।

ইরেজি: ২ আগস্ট, মঙ্গলবার।

সময়: রাত্রি ২ টো ৪১ মিনিট ১২ সেকেন্ড।

ষট পঞ্চমী ব্রতম, নাগ পঞ্চমী, শ্রীশ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement