Vastu Tips

জ্যোতিষমতে সুস্থ থাকতে বাড়ির কোন কোণে কী রাখবেন, কী রাখবেন না?

বাড়ি সাজানো নিয়ে একটু সচেতন থাকলেই আমরা অনেকটা রোগমুক্ত থাকতে পারি। দেখে নেওয়া যাক বাড়ির কোন কোণে কী থাকলে কী রোগ হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১১
Share:

—প্রতীকী ছবি।

নিজের শরীরকে সুস্থ রাখতে চান সকলে। তবে সুস্থ থাকা সহজ ব্যাপার নয়। আমরা আমাদের বাড়িতেই এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব আমাদের শরীরের উপর পড়ে। বাড়ি সাজানো নিয়ে একটু সচেতন থাকলেই আমরা অনেকটা রোগমুক্ত থাকতে পারি। দেখে নেওয়া যাক বাড়ির কোন কোণে কী থাকলে কী রোগ হতে পারে।

Advertisement

১) যদি শোওয়ার ঘর ঈশান কোণে হয়, তা হলে অনিদ্রাজনিত রোগ এবং রক্তচাপের সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে।

২) বাড়ির ঈশান কোণে শৌচাগার থাকলে বাড়ির মানুষদের দুশ্চিন্তায় ভুগতে দেখা যায়।

Advertisement

৩) বাড়িতে পচা কুয়ো রাখতে নেই। এর ফলে বাড়ির পরিবেশ দূষিত হয়।

৪) যে সকল গাছের গুঁড়ি থেকে দুধের মতো সাদা তরল নিঃসৃত হয়, সেই সমস্ত গাছ বাড়িতে রাখতে নেই। এর ফলে সর্দি-কাশির মতো সমস্যা বৃদ্ধির আশঙ্কা দেখা যায়।

৫) পারিবারিক ঝগড়া এড়াতে শোওয়ার এবং বসার ঘরের রং সব সময় হালকা রাখা উচিত। এর ফলে অশান্তি কম হয় এবং সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পায়। ঘুমও ভাল হয়। কারণ হালকা রং মনকে শান্ত রাখে। এর ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

৬) বাড়ির ভিতরের রাস্তা উত্তর বা পূর্ব দিকে তৈরি করা উচিত, এর ফলে স্বাস্থ্যের উন্নতি হয়।

৭) অগ্নিকোণে জলের ব্যবস্থা থাকলে বাড়িতে বসবাসকারী লোকেদের পেটের সমস্যা হতে পারে।

৮) বাড়িতে ভারী জিনিস বায়ুকোণে রাখলে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, মানসিক অশান্তি ও হাড়ের সমস্যা বৃদ্ধির আশঙ্কা দেখা যায়।

৯) বাড়িতে বাঁশ গাছ থাকলে হার্ট ও রক্ত সংক্রান্ত যে কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement