—প্রতীকী ছবি।
দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা দেবশিল্পী। স্থাপত্য, শিল্প, সৃষ্টি ও নির্মাণই হল তাঁর কাজ। তিনি বৈদিক দেব।
হিন্দু শাস্ত্র মতে অন্যান্য পুজো এবং তিথি নির্ধারিত হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। কিন্তু বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে। সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পুজো। আগামী ৩১ ভাদ্র, শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
৩১ ভাদ্র, ১৬ সেপ্টেম্বর, সোমবার
তিথি (ভাদ্র শুক্লপক্ষ) ত্রয়োদশীয় শেষ সকাল ৩টে ১১ মিনিট।
৩১ ভাদ্র, ১৬ সেপ্টেম্বর, সোমবার শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে
৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার
তিথি (ভাদ্র শুক্লপক্ষ) চতুর্দশী সকাল ১১টা ৪ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।
৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো।
১৬ সেপ্টেম্বর (২০২৪) ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে রবি (সূর্য) রাশি পরিবর্তন করে সিংহ রাশি হইতে কন্যা রাশিতে গমন করবে।