গানবাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে।
নতুন কোনও কাজে না এগোনোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। বাড়তি উপার্জন হতে পারে। দানকার্যে আনন্দ লাভ। বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার ব্যাপারে ধৈর্য ধরুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটাচলা খুব সাবধানে করবেন।