love

Love Tips: জীবন থেকে চলে যাওয়া প্রেম কি ফিরে পেতে চান? মেনে চলুন কয়েকটি টোটকা

বিশেষ কিছু জ্যোতিষ টোটকা রয়েছে, যা মেনে চলতে পারলে জীবনে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১১:১২
Share:

হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাবেন কী ভাবে? ছবি- সংগৃহিত

প্রেম জীবনে আলাদা একটা মধুর অনুভূতি নিয়ে আসে। প্রেমে পরলে জীবনের সব কিছুই যেন সুন্দর মনে হয়। কিন্তু যখন সেই প্রেম জীবন থেকে কোনও না কোনও কারণে চলে যেতে বসে, তখন পরিস্থিতি খুবই খারাপ হয়। মনে হয়, যদি কোনও উপায়ে এই পরিস্থিতি ঠিক করা যায়। বিশেষ কিছু জ্যোতিষ টোটকা রয়েছে, যা মেনে চলতে পারলে জীবনে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে।

Advertisement

১) সাদা পোশাক পরিধান করে, যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে চামেলির আতর বা তেল এবং লাল গোলাপ অর্পণ করতে হবে। অবশ্যই পুরনো প্রেম ফিরে আসবে।

২) পুরনো সঙ্গীকে ফিরে পেতে দু’টি শুকনো অশ্বত্থ গাছের পাতা নিয়ে, তাতে চন্দন দিয়ে প্রেমিক বা প্রেমিকার নাম লিখুন। এর মধ্যে একটি পাতা অশ্বত্থ গাছের নীচে কিছু চাপা দিয়ে রেখে আসুন। অন্য পাতাটি বাড়ির যে কোনও জায়গায় বা ছাদে কিছু চাপা দিয়ে রেখে দিন। এ ছাড়া, প্রতি দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করুন।

Advertisement

৩) প্রেম ফিরে পেতে কৃষ্ণ মন্দিরে একটি বাঁশি আর পাঁচটি পান অর্পণ করুন। মনে মনে শ্রীকৃষ্ণ এবং রাধার মন্ত্র জপ করুন।

৪) কালো এবং লাল রঙের গরুর সেবা করলে পুরনো প্রেম ফিরে পাওয়া যায়। অর্থাৎ, গরুকে সবজি বা রুটি বা জল খাওয়ান।

৫) বৃহস্পতিবার শ্রীবিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করুন।

৬) পুরনো প্রেম ফিরে পেতে মা দুর্গার মূর্তিতে লাল রঙের ওড়না অর্পণ করুন।

৭) প্রেম জীবনে নতুন করে ফিরে পেতে যে কোনও সাদা জিনিস গরিব-দুঃখীদের মধ্যে দান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement