শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলন পূর্ণিমা একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। ছবি- সংগৃহীত
৭ আগস্ট ২০২২ রবিবার ঝুলনযাত্রা আরম্ভ। শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা বা রাখী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব অর্থাৎ ১১ আগস্ট বৃহস্পতিবার ঝুলনযাত্রার সমাপ্তি। শ্রীকৃষ্ণের অনুগামীদের কাছে ঝুলন পূর্ণিমা একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন প্রায় বাড়িতেই ঝুলন উৎসব পালন করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন করা কিছু টোটকা, এনে দিতে সৌভাগ্য। যদি কোনও ভাবে ভাগ্য সঙ্গ না দেয়, তা হলে ঝুলনযাত্রার দিন এই টোটকা মেনে দেখতে পারেন। হয়তো আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে নিমেষেই।
টোটকা—১) ঝুলনযাত্রার দিন অবশ্যই রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি দোলনায় দোলান। এই কাজটা বাড়ির প্রত্যেকটা সদস্য করবেন। এবং এই পাঁচ দিন রাধাকৃষ্ণের মূর্তি দোলনাতেই রাখুন।
২) এই পাঁচ দিন প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মূর্তি কাঁচা দুধ, সাদা চন্দন, ঘি, মধু ও গোলাপ জল দিয়ে স্নান করান।
৩) এই সময় শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুল দিয়ে খুব ভাল করে সাজান।
৪) এই পাঁচ দিন অবশ্যই বাড়িতে সকাল সন্ধ্যা গীতা পাঠ করুন।
৫) এই সময় শ্রীকৃষ্ণের পছন্দ মতো নৈবেদ্য দিয়ে পুজো করুন।
৬) এই পাঁচ দিনের মধ্যে যে কোনও এক দিন বাড়িতে পাঁচ বছর বয়সের নীচে যে শিশুর বয়স, তাঁদের পছন্দ মতো খাবার খাওয়ান এবং পছন্দ উপহার দিন।
৭) এই দিন একটা ঘটিতে কিছুটা গঙ্গাজল, কিছুটা গঙ্গামাটি এবং সামান্য ইন্দ্র যব একসঙ্গে মিশিয়ে একটা তামার পাত্রের ওপর শ্রীকৃষ্ণের অভিষেক করুন। এর ফলে বাড়িতে নানা দিকে উন্নতি হতে দেখা যায়।