এই বছর শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার দিন নির্বাচনে সমস্যা দেখা দিয়েছে। কারণ দুই দিন ধরে পঞ্চমী থাকছে। কিন্তু কালমাধব ধৃত হারীত বচনে বলা হয়েছে—
‘চতর্থীসংযুতা কার্য্যা পঞ্চমী পরয়া ন তু। দৈবে কর্মণি পৈত্র্যে চ শুক্লপক্ষে তথাসিতে।।’
অর্থাৎ চতুর্থী যুক্ত পঞ্চমী খণ্ডেই পঞ্চমী বিহিত কর্মকার্যের অনুষ্ঠান করিতে হইবে। এটা স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য মহাশয় স্বীকৃত।
তাই গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ২৯ জানুয়ারি পূর্বাহ্ন মধ্যে চতুর্থী যুক্ত পঞ্চমী থাকায় এই দিন সরস্বতী পূজা হবে। আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূর্বদিন পূর্বাহ্ন মধ্যে পঞ্চমী না থাকায় পরের দিন ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হবে।
আসুন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের শ্রীশ্রী সরস্বতী পূজার নির্ঘণ্ট ও সময়সূচি—
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
পঞ্চমী আরম্ভ:
বাংলা তারিখ: ১৪ মাঘ ১৪২৬, বুধবার।
ইংরেজি তারিখ: ২৯ জানুয়ারি ২০২০।
সময়: সকাল সকাল পৌনে ৯টা থেকে।
আরও পড়ুন: আমরা সরস্বতী পূজার আগে কুল খাই না কেন?
পূজার সময়:
সকাল পৌনে ৯টা থেকে শ্রীপঞ্চমী, শ্রীশ্রীলক্ষ্মী-সরস্বতী পূজা, মস্যাধার (দোয়াত), লেখনী (কলম), পুস্তক (বই) ও বাদ্যযন্ত্রাদির পূজা।
পঞ্চমী শেষ:
বাংলা তারিখ: ১৫ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার।
ইংরেজি তারিখ: ৩০ জানুয়ারি, ২০২০।
সময়: সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
পঞ্চমী আরম্ভ:
বাংলা তারিখ: ১৪ মাঘ ১৪২৬, বুধবার।
ইংরেজি তারিখ: ২৯ জানুয়ারি ২০২০।
সময়: বেলা ১০টা ৪৬ মিনিট থেকে।
পঞ্চমী শেষ:
বাংলা তারিখ: ১৫ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ৩০ জানুয়ারি, ২০২০।
সময়: বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত।
পূজার সময়:
বেলা ১টা ২০ মিনিট মধ্যে শ্রীপঞ্চমী, শ্রীশ্রীলক্ষ্মী-সরস্বতী পূজা, মস্যাধার (দোয়াত), লেখনী (কলম), পুস্তক (বই) ও বাদ্যযন্ত্রাদির পূজা।