Jagadhtri Puja

Jagadhatri Puja 2021: শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার নির্ঘণ্ট

জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা দেবী জগদ্ধাত্রী। দেবী দুর্গার আর এক রূপ। দেবী দুর্গা সিংহবাহিনী দশভুজা। দেবী জগদ্ধাত্রী সিংহবাহিনী চতুর্ভুজা। মহিষাসুর বধের পর দেবতারা অহঙ্কারী হয়ে ওঠেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ০৮:০৫
Share:

ফাইল চিত্র।

জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা দেবী জগদ্ধাত্রী। দেবী দুর্গার আর এক রূপ। দেবী দুর্গা সিংহবাহিনী দশভুজা। দেবী জগদ্ধাত্রী সিংহবাহিনী চতুর্ভুজা। মহিষাসুর বধের পর দেবতারা অহঙ্কারী হয়ে ওঠেন। তাঁরা ভুলেই যান দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তাঁরা শক্তিমান। তা বুঝে দেবী অহং নাশের উদ্দেশ্যে একখণ্ড তৃণ রেখে অগ্নিকে বলেন দগ্ধ করতে এবং বায়ুকে বলেন তা স্থানচ্যুত করতে। অগ্নি এবং বায়ু ব্যর্থ হন। দেবতাদের ভুল ভাঙে। ভুল ভাঙার পর তাঁরা দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রী পূজিত হন। আগামী ২৬ কার্তিক শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অষ্টমী তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ২৫ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ১১ নভেম্বর, বৃহস্পতিবার।

সময়– সকাল ৬টা ৫১ মিনিট।

অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২৬ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ১২ নভেম্বর, শুক্রবার।

সময়– সকাল ৫টা ৫৫ মিনিট। সকাল ৫টা ৫৬ মিনিট হইতে নবমী শুরু।

সকাল ৫টা ৫২ মিনিট গতে সকাল ৯টা ৩১ মিনিট মধ্যে। কিন্তু বারবেলানুরধে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে নবমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা।

নবমী তিথি শেষ ও দশমী তিথি আরম্ভ–

বাংলা– ২৭ কার্তিক, শনিবার।

ইংরেজি– ১৩ নভেম্বর, শনিবার।

সময়– সকাল ৫টা ৫৪ মিনিট। সকাল ৫ টা ৫৫ মিনিট থেকে দশমী তিথি শুরু।

সকাল ৯টা ৩১ মিনিট মধ্যে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৮ কার্তিক, রবিবার।

ইংরেজি– ১৪ নভেম্বর, রবিবার।

সময়– সকাল ৫টা ৫৫ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ২৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ১১ নভেম্বর, বৃহস্পতিবার।

সময়– বেলা ১২টা ১ মিনিট ৫৩ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি শুরু–

বাংলা– ২৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ১২ নভেম্বর, শুক্রবার।

সময়– সকাল ১০টা ৩৪ মিনিট ৪৫ সেকেন্ড। সকাল ১০টা ৩৪ মিনিট ৪৬ সেকেন্ড থেকে নবমী তিথি শুরু।

নবমী তিথি শেষ ও দশমী তিথি শুরু–

বাংলা– ২৬ কার্তিক, শনিবার।

ইংরেজি– ১৩ নভেম্বর, শনিবার।

সময়– সকাল ৯টা ৩১ মিনিট ১১ সেকেন্ড। সকাল ৯টা ৩১ মিনিট ১২ সেকেন্ড থেকে দশমী তিথি শুরু।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৭ কার্তিক, রবিবার।

ইংরেজি– ১৪ নভেম্বর, রবিবার।

সময়– সকাল ৮টা ৫৪ মিনিট ৪২ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement