Dhanteras

Dhanteras 2021: ২ নভেম্বর ধন ত্রয়োদশী বা ধনতেরস, জেনে নিন নির্ঘণ্ট

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ধনত্রয়োদশী। এই তিথিতে দেবী লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরীর উপাসনা করার রীতি।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ০৮:১৩
Share:

প্রতীকী চিত্র

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ধনত্রয়োদশী। এই তিথিতে দেবী লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরীর উপাসনা করার রীতি। ধনত্রয়োদশী তিথিতে দেবী লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরীর পূজায় বিশেষ শুভফল প্রাপ্ত হয়। দেবী লক্ষ্মী এবং কুবেরের পূজায় ধন লাভ হয় এবং ধন্বন্তরীর উপাসনায় পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন লাভ হয়। সোনা, রুপা বা দামী ধাতু লক্ষ্মী এবং কুবেরের সহিত সম্পর্কিত, এই কারণে এই তিথিতে সোনা, রুপা, কাঁসা, পিতল বা সাধ্যমতো যে কোনও ধাতু ক্রয় করে গৃহে আনলে সম্পদ বৃদ্ধির সঙ্গে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আগামী ২ নভেম্বর মঙ্গলবার ধনত্রয়োদশী বা ধনতেরাস।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –

ত্রয়োদশী তিথি আরম্ভ –

Advertisement

বাংলা– ১৬ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২ নভেম্বর, মঙ্গলবার।

সময়– সকাল ১১ টা ৩২ মিনিট।

ত্রয়োদশী শেষ –

বাংলা– ১৭ কার্তিক, বুধবার।

ইংরেজি-৩ নভেম্বর, বুধবার।

সময় – সকাল ৯ টা ০২ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

ত্রয়োদশী তিথি আরম্ভ –

বাংলা– ১৫ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২ নভেম্বর, মঙ্গলবার।

সময়– সকাল ৮টা ২৫ মিনিট ৫৮ সেকেন্ড।

ত্রয়োদশী শেষ–

বাংলার – ১৬ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৩ নভেম্বর, বুধবার।

সময়– সকাল ৭টা ৪ মিনিট ২৩ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement