ফাইল চিত্র।
সব বাড়ির মহিলারাই নিজের বাড়ির লক্ষ্মী রূপে পরিচিত। আর সব গৃহলক্ষ্মীরাই চান যেন তাঁর বাড়ি হয় সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ। আমাদের জীবনে সুখ সর্বদা একই রকম থাকে না। কখনও সময় খুব ভাল থাকে আবার কখনও মন্দ থাকে। সময় যখন খারাপ থাকে তখন আমরা আপ্রাণ চেষ্টা করি কী ভাবে খারাপ সময়কে ভাল করা যায়। কিন্তু যখন সময় ভাল চলে তখনও যে কিছু নিয়ম পালন করতে হয় তা আমরা ভুলে যাই। সময় ভাল চললেও সংসার সুখের করার জন্য নিয়ম বা রীতি পালন করা অত্যন্ত জরুরি।
প্রতি দিন আমরা ঈশ্বরের আরাধনা করি। ঠিক সেই ভাবেই কিছু নিয়মের প্রতি দিন পালন করতে হয়। এর ফলে আমাদের সংসার সুখের হতে খুব সময় লাগে না। যদি সংসারে ঝামেলার সৃষ্টি হয় কিংবা পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের অমিল হয়, সে ক্ষেত্রে এই ক্রিয়াটি খুবই উপকারী। তবে অবশ্যই মনে রাখতে হবে এই ক্রিয়াটি করতে খুব বেশি সামগ্রীর প্রয়োজন হয়। এই ক্রিয়াটি করতে চাই বিশ্বাস এবং ভরসা।
দেখে নিন ক্রিয়াটি করতে কী কী প্রয়োজন—
ক্রিয়াটি করতে লাগবে একটা তামার ঘটি, কর্পুর, গঙ্গাজল এবং সাধারণ জল।
নিয়ম
এই ক্রিয়াটি প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে গৃহলক্ষ্মীকে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে তামার ঘটিতে ১১ ফোঁটা গঙ্গাজলের সঙ্গে সাধারণ জল মিশিয়ে ঘটি পূর্ণ করে নিতে হবে। তার মধ্যে সামান্য কর্পুর মিশিয়ে ঘরের সদর দরজায় ছিটিয়ে দিতে হবে। এই ক্রিয়াটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে করলে খুব ভাল ফল পাওয়া যায়।