Solar Eclipse

Solar and Lunar Eclipse: চলতি মাসে চন্দ্রগ্রহণ, তার পরেই সূর্যগ্রহণ, জেনে নিন সময়

পৃথিবী, সূর্য, চন্দ্র মহাকাশে ভ্রমণকালে যখন এক সরলরেখায় এসে যায় তখনই গ্রহণ সংগঠিত হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য চন্দ্র, সূর্য, পৃথিবীর অবস্থানের পার্থক্য হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ০৮:০৮
Share:

সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য চন্দ্র, সূর্য, পৃথিবীর অবস্থানের পার্থক্য হয়।

পৃথিবী, সূর্য, চন্দ্র মহাকাশে ভ্রমণকালে যখন এক সরলরেখায় এসে যায় তখনই গ্রহণ সংগঠিত হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য চন্দ্র, সূর্য, পৃথিবীর অবস্থানের পার্থক্য হয়। দেখে নেওয়া যাক ২০২১ সালের গ্রহণের দিন ও সময় এবং পৃথিবীর কোন কোন অংশ থেকে গ্রহণ দেখা যাবে–

Advertisement

চন্দ্রগ্রহণ– ২৬ মে, বুধবার এবং ১৯ নভেম্বর, শুক্রবার। সূর্যগ্রহণ– ১০ জুন, বৃহস্পতিবার এবং ৪ ডিসেম্বর, শনিবার।

২৬ মে, ১১ জ্যৈষ্ঠ, বুধবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Advertisement

গ্রহণ শুরু– বেলা সওয়া ৩টে। গ্রহণ শেষ– সন্ধ্যা ৬টা ২৩ মিনিট। গ্রহণ কাল– ৩ ঘণ্টা ০৮ মিনিট।

গ্রহণ দেখা যাবে– আমেরিকা (উত্তর এবং দক্ষিণ), এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর।

গ্রহণ কালে রাহু, রবি এবং শুক্রের অবস্থান বৃষ রাশিতে। চন্দ্র এবং কেতুর অবস্থান বৃশ্চিক রাশিতে।

১৯ নভেম্বর, ৩ অগ্রহায়ন, শুক্রবার আংশিক চন্দ্রগ্রহণ।

গ্রহণ শুরু– বেলা ১২টা ৪৮ মিনিট। গ্রহণ শেষ– বেলা ৪টে ১৭ মিনিট। গ্রহণ কাল– ৩ ঘণ্টা ২৯ মিনিট।

গ্রহণ দেখা যাবে- পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অরুণাচল প্রদেশ এবং অসমের উত্তর পূর্ব অংশ থেকে।

গ্রহের অবস্থান- চন্দ্র এবং রাহু বৃষ রাশিতে। সূর্য এবং কেতু বৃশ্চিক রাশিতে।

২০২১ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ১০ জুন, ২৬ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।

গ্রহণ শুরু– বেলা ১টা ৪৩ মিনিট। গ্রহণ শেষ– সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। গ্রহণ কাল– ৪ ঘণ্টা ৫৮ মিনিট।

গ্রহণ দেখা যাবে– উত্তর আমেরিকার উত্তর পূর্ব অংশ থেকে, ইউরোপ, এশিয়ার উত্তর অংশ, এবং অ্যান্টার্কটিকার উত্তর অংশ থেকে। ভারতবর্ষ থেকে দেখা যাবে না।

গ্রহের অবস্থান– রাহু, সূর্য, চন্দ্র, বুধ বৃষ রাশিতে। কেতু বৃশ্চিক রাশিতে।

২০২১ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ– পূর্ণ সূর্যগ্রহণ ৪ ডিসেম্বর, ১৮ অগ্রহায়ণ, শনিবার।

গ্রহণ শুরু– বেলা ১০টা ৫৯ মিনিট। গ্রহণ শেষ– বেলা ৩টে ০৭ মিনিট। গ্রহণ কাল– ৪ ঘণ্টা ০৮ মিনিট।

গ্রহণ দেখা যাবে– অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ অংশ, ভারত মহাসাগরের দক্ষিণ অংশ থেকে। ভারতবর্ষ থেকে দেখা যাবে না।

গ্রহের অবস্থান– রাহু বৃষ রাশিতে। কেতু, সূর্য, চন্দ্র, বুধ বৃশ্চিক রাশিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement