খরচ কমবে এবং সঞ্চয় বৃদ্ধি হবে বাস্তুর এই নিয়মগুলো মেনে চললে

দিনে দিনে খরচের পরিমাণ বেড়েই যাচ্ছে, শত চেষ্টা করা স্বত্ত্বেও পারছেন না মনের মতো করে অর্থ সঞ্চয় করতে। আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েই যাচ্ছে। বাস্তু শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম অর্থ সঞ্চয় বাড়িয়ে খরচ কমাতে সাহায্য করে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:০২
Share:

ছবি আইস্টক।

দিনে দিনে খরচের পরিমাণ বেড়েই যাচ্ছে, শত চেষ্টা করা স্বত্ত্বেও পারছেন না মনের মতো করে অর্থ সঞ্চয় করতে। আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েই যাচ্ছে। বাস্তু শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম অর্থ সঞ্চয় বাড়িয়ে খরচ কমাতে সাহায্য করে।

Advertisement

দেখে নেওয়া যাক বাস্তুর সেই নিয়মগুলো:

১) অনেকের স্বভাব থাকে আলমারি খুলে রেখে দেওয়া। সেটা কখনই উচিত নয়। টাকা রাখার সিন্দুক বা আলমারি সবসময় বন্ধ করে রাখুন। না হলে অর্থভাগ্য খারাপ হতে পারে।

Advertisement

২) বাস্তুশাস্ত্রবিদরা বলেন, কল থেকে ক্রমাগত জল পড়তে থাকলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। তাই বাড়িতে কল খারাপ হয়ে গেলে তা বদলে ফেলাই উচিত।

৩) অনেকেই সঠিক দিকে টাকার আলমারি বা সিন্দুক না রাখার জন্যই খরচ বাড়ে বলে মনে করেন বাস্তুবিদরা। বাস্তুশাস্ত্রে বলা হয় যে, দক্ষিণ দিকে পিছন করে টাকা রাখার আলমারি রাখা উচিত। তাতে অর্থভাগ্য ভাল হয় বলে মনে করেন বাস্তুবিদরা।

আরও পড়ুন: কী ভাবে বাড়িতে শুভ শক্তি ফিরিয়ে এনে পারিবারিক শান্তি বজায় রাখবেন, জেনে নিন

৪) অনেকেই প্যান্টের পিছনের পকেটে টাকা রাখেন। বাস্তুশাস্ত্র বলেন এটি কখনই ঠিক নয়। যদি সঞ্চয়ের পরিমাণ বাড়াতে চান, তা হলে অবশ্যই চেষ্টা করুন সামনের পকেটে টাকা রাখতে।

৫) বাস্তুশাস্ত্রবিদরা বলেন, বাড়ির নিকাশি ব্যবস্থা বেশ কতকগুলি বিষয়কে প্রভাবিত করে। যাঁদের বাড়িতে নিকাশি ব্যবস্থা দক্ষিণ বা পশ্চিম দিকে হয়, তাঁরা আর্থিক ক্ষতির পাশাপাশি অন্যান্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। সে ক্ষেত্রে উত্তর ও পূর্ব দিকে নিকাশি ব্যবস্থা থাকা শুভ।

৬) শোওয়ার ঘরে ঢোকার মুখে দেওয়ালের সামনে বাম দিকে ধাতুর কোনও জিনিস ঝুলিয়ে রাখুন। সেই ধাতু হতে পারে ধাতু হতে পারে তামা, পিতল, রুপো বা অন্য কোনও কিছু। তবে সেটি যেন সকলের চোখে পড়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোওয়ার ঘরে এই স্থানে কোনও ধাতুর জিনিস দৃশ্যমান হলে তা আর্থিক ক্ষেত্রে সৌভাগ্য বহন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement