—প্রতীকী ছবি।
বাড়ি থেকে অনেক দিন ধরেই বিয়ে করার জন্য জোরাজুরি করেছে, তাই নতুন বছরেই বিয়ে করে নেবেন ভাবছেন? কিন্তু এই বছর আপনার ভাগ্যে বিয়ের যোগ রয়েছে কি না তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে? চিন্তা না করে জ্যোতিষীর থেকে জেনে নিন। জ্যোতিষী রয়েছেনআপনার চিন্তার অবসান ঘটানোর জন্য। জেনে নিন কোন কোন রাশির ভাগ্যে ২০২৫ সালে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখে নিন কোন কোন রাশির ভাগ্যে বিয়ের যোগ রয়েছে:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের ২০২৫-এর মাঝামাঝি সময়ের পর থেকে বিয়ের যোগ শুরু হতে চলেছে। এই সময়ের পরে বিয়ের শুভ দিন ঠিক করতে পারেন।
বৃষ– নতুন বছরে বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব ভাল বিয়ের যোগ রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বিয়ে করার জন্য খুবই ভাল সময়।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারাও নতুন বছরে বিয়ে করতে পাবেন। মে মাসের পর থেকে বিয়ের শুভ যোগ রয়েছে, এই সময় শুভ কাজ সেরে ফেলতে পারেন।
কর্কট– নতুন বছর কর্কট রাশির প্রেম ও বিয়ের জন্য খুবই শুভ হতে চলেছে। পুরো বছরটাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ, বিয়ের প্রবল যোগ রয়েছে।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের নতুন বছরে বিয়ের যোগ রয়েছে। যদি কোনও সমস্যা থেকেও থাকে, তা হলে সেই সমস্যা কেটে যাবে। এই বছরে বিয়ে করলে শুভ পরিণতি পাওয়ার সুযোগ রয়েছে।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বিয়ের জন্য উদ্যোগ নিতে পারেন। শুভ যোগ দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে এই যোগ শুরু হবে।