বাস্তু যা বলে, ফেং শ্যুই বলে তার উল্টো (শেষ অংশ)

বাস্তু মতে দক্ষিণ-পূর্ব কোণে (অগ্নি কোণে) রান্নাঘরের নির্দেশ রয়েছে। ফেং শ্যুই-ও তা-ই বলছে। বাস্তুতে যাকে অগ্নি কোণ বলা হয়, সেটা ফেং শ্যুই-এর তত্ত্বে কাষ্ঠ বা কাঠ। তাই দক্ষিণ-পূর্ব কোণে গ্রিন কিচেন খুব ভাল। 

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ০০:০০
Share:

১০) বাস্তু মতে দক্ষিণ-পূর্ব কোণে (অগ্নি কোণে) রান্নাঘরের নির্দেশ রয়েছে। ফেং শ্যুই-ও তা-ই বলছে। বাস্তুতে যাকে অগ্নি কোণ বলা হয়, সেটা ফেং শ্যুই-এর তত্ত্বে কাষ্ঠ বা কাঠ। তাই দক্ষিণ-পূর্ব কোণে গ্রিন কিচেন খুব ভাল। কিন্তু কোনও কারণে অগ্নি কোণে যদি রান্নাঘর না করা যায়, তখন বাস্তুমতে দ্বিতীয় বিকল্প থাকে উত্তর-পশ্চিম কোণ। এখানে ফেং শ্যুই বলছে, না, উত্তর-পশ্চিম কোণ মানে গৃহপতির এলাকা বা ধাতুর জায়গা। আর ধাতুর পাশে আগুন মানে রান্নাঘর থাকা অনুচিত। তাই উত্তর-পশ্চিম কোণ ফেং শ্যুই মতে রান্নার পক্ষে নিষিদ্ধ স্থান।

Advertisement

১১) উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণ। এই কোণ আমাদের মনকে পরিচালনা করে থাকে। যা বাস্তু ও ফেং শ্যুই উভয়েই মেনে থাকে। কিন্তু তত্ত্বের দিক থেকে আবার দুই মত ভিন্ন। বাস্তু মতে এখানে জল রাখা যায়। কিন্তু ফেং শ্যুই মতে এই কোণটি মাটি দ্বারা নিয়ন্ত্রিত। তাই ফেং শ্যুই মতে এখানে আগুন বা মাটির আবহাওয়া থাকা বেশ জরুরি বা রংগুলি এমন ভাবে নির্বাচন করতে হবে যা এখানকার পক্ষে উপযুক্ত। যেমন লাল রং, যার মানে অগ্নি। বাস্তুমতে জলের কথা বলা হয়েছে আর ফেং শ্যুই এর মতে অগ্নি। যা পরস্পরবিরোধী।

আরও পড়ুন: বাস্তু যা বলে, ফেংশ্যুই বলে তার উল্টো (প্রথম অংশ)

Advertisement

১২) বাস্তুমতে বিবাহযোগ্য কন্যা ঈশান কোণের ঘরে থাকবেন, শোবার ঘর হবে পূর্ব দিকে এবং রান্নাঘর হবে দক্ষিণ বা অগ্নি কোণে। বাড়ির অভিভাবক থাকবেন দক্ষিণ দিকের কোনও ঘরে। ফেংশ্যুইয়ের মতে, জন্মতারিখের উপর ভিত্তি করে বিশেষ কিছু গণনা প্রক্রিয়ার মাধ্যমে ঠিক হবে জন্মতারিখ অনুযায়ী কার জন্য কোন দিক সঠিক হবে।

১৩) বাড়ির প্রধান দরজা ফেং শ্যুইয়ের মতে দক্ষিণ দিকে হবে আর তার রং হবে লাল। বাস্তুমতে বাড়ির প্রধান দরজা হবে উত্তর বা পূর্ব দিকে যা ফেং শ্যুইয়ের বিপরীত।

১৪) বাস্তুমতে বাড়িতে যেখানে পুজোর ঘর বা প্রার্থনার ঘর থাকবে, সেখানে প্রদীপ ও ধূপ-সহ নানা সুগন্ধী জ্বালাবার কথা বলা আছে। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয়। ফেং শ্যুই–এ এ রকম কোনও কথা বলা নেই।

১৫) বাস্তুমতে কোনও ভারী জিনিস, যেমন, বিছানা, সোফা, ফ্রিজ ইত্যাদি দক্ষিণ বা পশ্চিম দিকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু ফেং শ্যুই মতে পুরোপুরি বিপরীত কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এই সব জিনিসপত্র উত্তর দিকে রাখতে হবে।

১৬) বাস্তুমতে একই রান্নাঘরে পাশাপাশি সিঙ্ক ও গ্যাস ওভেন রাখা যায়। কিন্তু ফেং শ্যুই মতে, একই ঘরে বিপরীত ভাবে ওভেন ও সিঙ্ক রাখা যায় না। বাস্তুমতে রান্নাঘরের দেওয়ালের রং বলা হয়েছে কালো, কিন্তু ফেং শ্যুইয়ের মতে যে কোনও হাল্কা রং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement