প্রতীকী চিত্র।
বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে রং খুবই গুরুত্বপূর্ণ। এক এক রঙের সঙ্গে এক এক গ্রহের সম্পর্ক। যেমন সাদা রং শুক্রের সঙ্গে সম্পর্কিত, সবুজ বুধের সঙ্গে সম্পর্কিত, হলুদ রং বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত ইত্যাদি।
যে কোনও বাড়ির পক্ষে ডাইনিং রুম খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডাইনিং রুমের সঙ্গে বাড়ির সদস্যদের গভীর সম্পর্ক। এই জায়গায় বাড়ির সমস্ত সদস্য একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন। খাওয়া বা রন্ধনকার্যের সঙ্গে গ্রহের বিশেষ সম্পর্ক আছে। যেমন শুক্র গ্রহ খাদ্যের সৌন্দর্য এবং খাদ্যের স্বাদের সঙ্গে সম্পর্কিত। মঙ্গলের সঙ্গে ঠিক বিপরীত। এই কারণে ডাইনিং রুমের রঙের সঙ্গে গ্রহের সম্পর্ক আছে। ডাইনিং রুমে বসে বাড়ির সদস্যরা একসঙ্গে খাবার খান যা বাড়ির সদস্যদের শরীর এবং সম্পর্কের উপর নির্ভরশীল।
ডাইনিং রুমে একত্রে খাওয়ার সময় বসে অনেক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ব্যস্ত সময়ে আলাদা ভাবে কোনও সিদ্ধান্তের জন্য একত্রিত হওয়ার সময়ের খুবই অভাব। এই কারণে অধিকাংশ পরিবারে খাওয়ার সময় ডাইনিং রুমেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা সারেন। এই কারণেই ডাইনিং রুম বাড়ির খুবই গুরুত্বপূর্ণ স্থান। কোনও গুরুত্বপূর্ণ জায়গার রং সঠিক না হলে তা বাড়ি এবং বাড়ির সদস্যদের উপর অশুভ প্রভাব ফেলে।
বাস্তুশস্ত্র মতে হালকা গোলাপি বা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ রং ডাইনিং রুমের পক্ষে শুভ। সাদা রং ডাইনিং রুমের জন্য খুবই শুভ। লক্ষ্য রাখা প্রয়োজন গাঢ় কোনও রং ডাইনিং রুমের জন্য খুব শুভ বলা যায় না। গাঢ় লাল এবং কালো রং ডাইনিং রুমের ক্ষেত্রে খুবই অশুভ।