Partha Chatterjee

পার্থ, ‘কাকু’দের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন শুরু হল, ইডি মামলায় নিষ্কৃতি চান প্রাক্তন মন্ত্রী

ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, ‘কালীঘাটের কাকু’-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার শুনানির শুরুতেই ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন পার্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০১
Share:

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, ‘কালীঘাটের কাকু’-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। আদালতগুলিতে এখন শীতের ছুটি চললেও পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসেছে বিশেষ আদালত। নিয়ম অনুযায়ী এ দিন সশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং চার্জশিটে নাম থাকা অন্যেরা। পার্থ ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন। বিধি মোতাবেক, যাঁরা মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি আগে জানাবেন, তাঁদের চার্জ গঠনের শুনানি আগে হবে।

Advertisement

ইতিমধ্যেই চার্জ গঠনের শুনানিতে নিজেদের বক্তব্য জানাতে শুরু করেছে ইডি। বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার তরফে আদালতে দাবি করা হয়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র সঙ্গে পার্থ, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যোগ স্পষ্ট। ‘কাকু’ এবং পার্থের মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে ইডি।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবী মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে অভিযোগ। তা নিয়ে মঙ্গলবার বিচার ভবনে বিচারকের কাছে ধমকও খেতে হয়েছিল ইডিকে। তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারক বলেছিলেন, “আপনাদের জন্যই দেরি হচ্ছে।”

Advertisement

মঙ্গলবার নিম্ন আদালতে ইডি জানিয়েছিল, তারা এক জনের নথি অন্য জনকে দিতে চাইছে না। তাতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, তাঁকে যেন ‘ইমপ্রেস’ করার চেষ্টা না করা হয়।

মঙ্গলবারের মধ্যেই অভিযুক্তদের নথিপত্র দিয়ে দেওয়ার জন্য বলেন বিচারক। কিন্তু ইডির তরফে আরও সময় চাওয়া হয়। ইডির আইনজীবী বলেন, “মঙ্গলবারের মধ্যে কী ভাবে সম্ভব! সব নথি এক জায়গায় করতেই ৮-১০ ঘণ্টা সময় লেগে যায়।” বিচারক বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নথি দিয়ে আসবেন।” ইডির বক্তব্য, নথি দেওয়ার প্রক্রিয়া শেষ করতে করতে বুধবার বিকেল ৪টে-৫টা বেজে যাবে। তবে এতটা দীর্ঘ সময় দিতে রাজি হননি বিচারক। তিনি এই কাজ বুধবার দুপুর আড়াইটের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে পার্থের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেরে নিতে বলেছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়া হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন পার্থ।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৫৪ জনের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার তা আদালতকে জানায় ইডি। পার্থ ছাড়াও আরও কয়েক জন মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান। শুক্রবার ফের চার্জ গঠনের শুনানি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement