কী কারণে মিথুন রাশির বহু ভাগ জাতক অল্প বয়সে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন

যৌনতা নিয়ে উদ্দীপনা সব থেকে বেশি থাকে মিথুন রাশির জাতকদের মধ্যে। জ্যোতিষবিদদের মতে, ১২টি রাশির মধ্যে আরও কিছু রাশি রয়েছে, যাঁরা যৌনতা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তবে এঁদের মধ্যে সবথেকে বেশি কৌতূহল প্রকাশ করে মিথুন রাশি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০০:০৫
Share:

যৌনতা নিয়ে উদ্দীপনা সব থেকে বেশি থাকে মিথুন রাশির জাতকদের মধ্যে। জ্যোতিষবিদদের মতে, ১২টি রাশির মধ্যে আরও কিছু রাশি রয়েছে, যাঁরা যৌনতা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তবে এঁদের মধ্যে সবথেকে বেশি কৌতূহল প্রকাশ করে মিথুন রাশি।

Advertisement

এমনিতেই মিথুন রাশি শোনামাত্রই মনে ভেসে ওঠে সঙ্গমের ছবি। মিথুন রাশির বহু জাতক প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যৌন সম্পর্কে লিপ্ত হন। তবে এটাও ঠিক যে, এই বিষয় নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই, কারণ এঁদের যৌন সচেতনতা প্রখর। এখন প্রশ্ন, কী কারণে মিথুন রাশির জাতকরা অল্প বয়সেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন।

• মিথুন রাশির জাতক অতিরিক্ত স্পর্শকাতর হন।

Advertisement

আরও পড়ুন: তিল ও বিবাহিত জীবনে এর ভূমিকা

• এঁরা যে কোনও বিষয়ে প্রবল কৌতূহলী হন।

• জ্যোতিষ মতে এই রাশির মানুষ খুব বুদ্ধিমান হন।

• এ ছাড়া মিথুন রাশির জাতক যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারেন। অর্থাৎ সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম হন।

কোন সময়ে জন্ম হলে অল্প বয়সে যৌনতার প্রবণতা বেশি হয়—

• পূর্ণিমা: যদি জাতকের জন্ম পূর্ণিমায় হয়, তা হলে যৌন সক্রিয়তা অনেক বেশি হয়। এঁরা খুব উদার মনের হন বলে বিপরীত লিঙ্গের প্রতি দ্রুত আকর্ষিত হন।

• সকাল বা সন্ধ্যা: একেবারে সকাল ও সন্ধ্যা বেলায় জন্মানো মিথুন রাশির জাতকরা একটু বেশি যৌনতায় সক্রিয় হন।

• শুক্রবার: শুক্রবারে জন্ম নেওয়া মিথুন রাশির জাতকরা যৌন বিষয়ে খুব বেশি কৌতূহলী হন। এঁদের যৌন ক্ষুধা অল্প বয়সেই জেগে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement