৫০০ এবং ২০০০ নোটের রঙের গোপন রহস্য

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই দুটো টাকার রং দারুণ ভাবে ফেং শুই সম্মত। নতুন নোটের এই রঙের মধ্যেই লুকিয়ে রয়েছে দেশের সৌভাগ্য ও সমৃদ্ধি। এই নোটের মধ্যেই নাকি রয়েছে দেশের আর্থিক উন্নতির গোপন সূত্র।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০০:১২
Share:

আমাদের বেশির ভাগেরই মত, টাকা তো টাকাই হয়, এর আবার রে কী? কিন্তু নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোটের রঙের যে অসাধারণ গুণ রয়েছে, তা কি জানেন?

Advertisement

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এই দুটো টাকার রং দারুণ ভাবে ফেং শুই সম্মত। নতুন নোটের এই রঙের মধ্যেই লুকিয়ে রয়েছে দেশের সৌভাগ্য ও সমৃদ্ধি। এই নোটের মধ্যেই নাকি রয়েছে দেশের আর্থিক উন্নতির গোপন সূত্র।

• নতুন ৫০০ টাকার সবুজ রং সমৃদ্ধিকে ব্যক্ত করে। এই রং বাহকের সমৃদ্ধিতে সাহায্য করে।

Advertisement

আরও পড়ুন: আপনার মানিকোড জেনে নিন (দ্বিতীয় অংশ)

• নতুন ৫০০ টাকার নোটের রং সবুজ। এই সবুজ রং হল স্বচ্ছতার প্রতীক। অর্থনৈতিক সুন্দর সুস্থ অবস্থাকে বোঝায় এই নোটের সবুজ রং।

• নতুন ৫০০ টাকার সবুজ রং সুষম অবস্থার প্রতীক। এই রঙের টাকা জীবনে স্থিতিশীলতাকে ইঙ্গিত করে।

• ৫০০ টাকার নোটের রঙের মধ্যে রয়েছে আবেগ ও ইতিবাচক মনোভাব। যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে সাহায্য করবে।

• ফেং শুই মতে জীবনে সাফল্যের শিখরে পৌঁছতে পার্পল রঙের কোনও জুড়ি নেই। প্রচুর ধন অর্জন মানেই প্রচুর সাফল্য তা ব্যক্ত করে ২০০০ টাকার নোট।

• ২০০০ টাকার নোটের পার্পল রং হিন্দু মতে ধন সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সঙ্গে সংশ্লিষ্ট।

• ব্যবসা বাড়াতে পার্পল রঙকে দেহে ধারণ করতে পরামর্শ দেন ফেং শুই বিশেষজ্ঞরা।

• এই রং বৃদ্ধিকেও বোঝায়। তাই ২০০০ টাকার নোটের অধিকারীদের ধন বৃদ্ধি হয়।

• পার্পল রং জীবনে নতুন সুযোগের পথে এগিয়ে যেতে সাহায্য করে। তাই ২০০০ টাকার এই রং সুযোগের নতুন পথ উন্মুক্ত করতে সাহায্য করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement