প্রতীকী চিত্র।
সবার সঙ্গে মিলেমিশে চলতে গেলে প্রত্যেকের কথা কিছুটা হলেও মেনে চলতে হবে। কেবলমাত্র আমরা যাঁদের সঙ্গে বসবাস করি তাঁদের কথা মেনে চলা নয়, মেনে চলতে হবে সমাজের কিছু নিয়মও।
অনেকেই আছেন যাঁরা অন্যদের কথায় খুব প্রাধান্য দেন। আবার অনেকে আছেন যাঁরা অন্যদের কথাকে গুরুত্ব দিতেই চান না। নিজের মনের কথাই তাঁদের কাছে শেষ কথা। এমন চারটি রাশির মানুষ রয়েছেন যাঁরা এই ধরনের তালিকার মধ্যে পড়েন।
দেখে নেব সেই রাশিগুলি কী কী—
মিথুন
এই রাশির জাতক স্বাধীন ভাবে চলতে পছন্দ করেন। নিজের ধ্যান ধারণার ওপর বেশি জোর দিয়ে থাকেন। এঁরা সব জিনিসের মধ্যেই বৈচিত্র খুঁজতে চান।
কুম্ভ
এই রাশির মানুষ অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির হন। তবে এঁদের আত্মনির্ভরতা হয় দেখার মতো। এঁরা প্রতিবাদী মানসিকতার হন। এঁরা মনে করেন নিজের কথাই শেষ কথা।
বৃশ্চিক
এই রাশির মানুষ সব সময়ই অন্যরা যা করছেন তার উল্টোটা করতে পছন্দ করেন। নিজে যেটা করছেন সেটা সর্বশ্রেষ্ঠ এটা মনে করেন এঁরা।
মীন
এই রাশির মানুষ নিজের সঙ্গে অন্যদের তুলনা করেন। কল্পনা করা এঁদের সহজাত। তাই বাস্তবের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না অনেক সময়। নিজের মতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।