প্রতীকী চিত্র।
কথায় বলে যে গৃহের রান্নাঘর সব সময় পরিষ্কার পরিছন্ন থাকে, সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন এবং সেই গৃহে চট কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, রান্নাঘর যদি সব সময় অপরিষ্কার অবস্থায় থাকে সেই গৃহে নানা প্রকার সমস্যা লেগে থাকে। রান্নাঘর যতটা সম্ভব গুছিয়ে রেখে তবেই রাতে ঘুমোতে যেতে হয় এবং যেখানকার জিনিস, সেখানে ঠিক ভাবে গুছিয়ে রাখতে হয়।
অনেক বাড়িতে প্রতি দিন, আবার কোনও কোনও বাড়িতে মাঝে মধ্যে আটার ব্যবহার হয়ে থাকে। রুটি করার আগে আমরা জল দিয়ে আটা মাখি। তারপর রুটি করি। এই আটা মাখার সময় যদি আমরা একটা নিয়ম মেনে চলতে পারি, তা হলে সংসারে মঙ্গল হবে খুব দ্রুত এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে অফুরন্ত।
যে জল দিয়ে আটা মাখা হবে, সেই জলের মধ্যে মিশিয়ে নিন সামান্য দুধ বা সামান্য হলুদ গুঁড়ো। যে কোনও একটা মিশিয়েও আটা মাখা যেতে পারে, সব সময় যে দুটো একসঙ্গে মেশাতে হবে তা নয়, যে কোনও একটা দিয়েও আটা মাখা যেতে পারে।
এর ফলাফল
• প্রতি দিন এ রকম করলে সেই সংসার সব সময় সুখ শান্তিতে ভরে থাকে, কারণ সেই গৃহে মা লক্ষীর অপার কৃপা থাকে।
• সেই গৃহে মানুষজন কম অসুস্থ হন।
• এর ফলে আর্থিক উন্নতি হয় দেখার মতো।
** যে পাত্রে আটা রাখা হয়, সেখানে একটা বা দুটো তুলসী পাতা রাখা খুবই ভাল।