love marriage

Love Marriage: জন্মছকে কোন যোগের ফলে প্রেম করে বিয়ে হয়

বিয়ে নিয়ে চিন্তা প্রায় সকলের মনেই থাকে। কেমন হবে বিবাহিত জীবন বা জীবনসঙ্গী? এর সঙ্গে আরেকটা চিন্তা থাকে, বিয়ে কি প্রেম করে হবে না সম্বন্ধ করে। জন্মছক বিচারের মাধ্যমে বলা যায় যে কেমন করে বিয়ে হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৮
Share:

প্রতীকী চিত্র।

বিয়ে নিয়ে চিন্তা প্রায় সকলের মনেই থাকে। কেমন হবে বিবাহিত জীবন বা জীবনসঙ্গী? এর সঙ্গে আরেকটা চিন্তা থাকে, বিয়ে কি প্রেম করে হবে না সম্বন্ধ করে। জন্মছক বিচারের মাধ্যমে বলা যায় যে কেমন করে বিয়ে হবে।

Advertisement

দেখে নিন জন্মছকে কোন যোগের ফলে প্রেম করে বিয়ে হয়—

১) জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি সপ্তমভাবে বা স্বামীর সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তা হলে জাতকের প্রেম বিবাহ হতে পারে।

Advertisement

২) পঞ্চমভাবের অধিপতির সপ্তমভাবের সঙ্গে অথবা সপ্তমভাবে স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ থাকলে জাতকের প্রেম বিবাহ হয়।

৩) শুক্র এবং বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতকের আধ্যাত্মিক প্রেম যোগ তৈরি করে।

৪) পঞ্চমভাবে শুক্র আর চন্দ্রের যোগ, পঞ্চমপতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্বন্ধ প্রেম বিবাহ যোগ তৈরি করে।

৫) মঙ্গল যদি পঞ্চমভাব বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয় তা হলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়।

৬) যখন শুক্র শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্রের শনি অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন প্রেম বিবাহের যোগ তৈরি হয়।

৮) শুক্র আর চন্দ্রের যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা, আকর্ষণ, একাত্মতা তৈরি করে। (এই যোগে অনেক জাতকের বিবাহ বহির্ভুত সম্বন্ধ হতে দেখা যায়)

৯) জন্মকুণ্ডলীতে পঞ্চমভাব, সপ্তমভাব তথা একাদশভাবের অধিপতিদের মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়।

১০) পঞ্চমভাব এবং সপ্তমভাবের অধিপতিদের পরিবর্তন যোগ, পঞ্চমপতি এবং সপ্তমপতির যুক্তি তথা পঞ্চমপতি আর সপ্তমপতির মধ্যে দৃষ্টি সম্পর্ক থাকলে প্রেম করে বিয়ে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement