Charanamrita

পুজোর পঞ্চামৃত বা চরণামৃত গ্রহণের বিশেষ উপকারিতা

ভগবানকে অর্পণ করার পর এটি ডান হাতের নীচে বাম হাত রেখে নেওয়া হয়। মনে করা হয় এটি পান করার সময় মন অত্যন্ত বিশুদ্ধ হয়ে যায় এবং আমাদের আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এক ইতিবাচক অনুভূতি।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ০৮:০৫
Share:

এই পঞ্চামৃত রুপো এবং তামার পাত্রে রাখলে বেশি উপকার পাওয়া যায়।

পঞ্চামৃত বা চরণামৃতের অর্থ হল পাঁচটি উপাচারের একটি মিশ্রণ। যা প্রায় সব পুজোতেই আমরা পেয়ে থাকি। এই চরণামৃত যদি খুব ভক্তি ভরে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পান করা হয় তা হলে জীবনে কোনও রকম দুঃখ কষ্ট থাকে না। ভগবানকে অর্পণ করার পর এটি ডান হাতের নীচে বাম হাত রেখে নেওয়া হয়। মনে করা হয় এটি পান করার সময় মন অত্যন্ত বিশুদ্ধ হয়ে যায় এবং আমাদের আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এক ইতিবাচক অনুভূতি। এটি পুজো তথা প্রায় সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে ঠাকুরের অভিষেকের কাজে ব্যবহার করা হয়। বিয়েতেও এর গুরুত্ব প্রবল।

Advertisement

পঞ্চামৃত গ্রহণের উপকারিতা—

• এই পঞ্চামৃত রুপো এবং তামার পাত্রে রাখলে বেশি উপকার পাওয়া যায়।

Advertisement

• এটি পবিত্র মনে গ্রহণ করলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে।

• চরণামৃত এক বা দুই চামচের বেশি গ্রহণ করতে নেই।

• এটি শরীরের পক্ষেও অত্যন্ত ভাল। এটি গ্রহণ করলে শরীরের নানা রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।

• এই পঞ্চামৃত আমাদের মন প্রাণকে শান্ত করতেও সাহায্য করে। এটি গ্রহণ করলে মানসিক শান্তি ফিরে আসে।

• পঞ্চামৃতের মধ্যে থাকা তুলসি পাতার গুরুত্ব অপরিসীম।

• পঞ্চামৃত যে দিন তৈরি করা হয় সে দিনই এটি শেষ করতে হয়। খুব বেশি ক্ষণ রেখে এটি সেবন করতে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement