Birth Chart

কেমন আয় হবে মে মাসে? দেখে নিন রাশি অনুযায়ী ফলাফল

মেষ রাশির ক্ষেত্রে আয় রাশির অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। এবং আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ মে ২০২১ ০৬:৫২
Share:

কেমন আয় হবে মে মাসে?

মেষ: মেষ রাশির ক্ষেত্রে আয় রাশির অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। এবং আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। সহনশীলতা, কঠোর পরিশ্রম আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

Advertisement

বৃষ: বৃষ রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক। কর্ম অনুযায়ী বা পরিশ্রমের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকার সম্ভাবনা কম। অর্থাৎ আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন: মাসের প্রথমার্ধে আয়ের ক্ষেত্রে রবির অবস্থান আর্থিক ক্ষেত্রে বা অন্যান্য প্রাপ্তির ক্ষেত্রে শুভ হলেও দ্বিতীয়ার্ধে রবির রাশি পরিবর্তনের পর আশানুরুপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। হঠকারিতা, শারীরিক সমস্যা ইত্যাদির আয়ের ক্ষেত্রে প্রভাব ফেলার সম্ভাবনা।

Advertisement

কর্কট: আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। বিভিন্ন বিষয়ে আয়ের সম্ভাবনা। অপ্রত্যাশিত আয় বা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বিশেষত মাসের প্রথমার্ধে।

সিংহ: সিংহ রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা: আয় রাশির অধিপতির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে।

তুলা: তুলা রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক হেতু শুভ ফল লাভের সম্ভাবনা। মাসের দ্বিতীয়ার্ধে রবির রাশি পরিবর্তনে ফলের পরিবর্তনের সম্ভাবনা।

বৃশ্চিক: আয় ক্ষেত্রের সঙ্গে মঙ্গল এবং রাহুর দৃষ্টি সম্পর্ক। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে।

ধনু: ধনু রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক হেতু আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা।

মকর: মকর রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত কৃষি, আয়ুর্বেদের সঙ্গে যুক্তদের ক্ষেত্রে। মাসের দ্বিতীয়ার্ধে ফলের পরিবর্তনের সম্ভাবনা।

কুম্ভ: কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন: মীন রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে রাহু এবং মঙ্গলের দৃষ্টি সম্পর্ক। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement