১৪২৭ সন কেমন যাবে মকর রাশির

১৪২৬ সন কেমন কাটল? সাফল্য ধরা দিয়েছে হাতের মুঠোয় নাকি অবসাদে-ব্যর্থতায় ডুবে গিয়েছে বিদায়ী বছর? সে যেমনই কাটুক না কেন, ভুলে গিয়ে এ বার শুরু করুন নতুন বছরের পথচলা। ১৪২৭ সন নতুন বছর কেমন যাবে মকর রাশির তার একটা আগাম ঝলক রইল এখানে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০০:০৮
Share:

১৪২৬ সন কেমন কাটল? সাফল্য ধরা দিয়েছে হাতের মুঠোয় নাকি অবসাদে-ব্যর্থতায় ডুবে গিয়েছে বিদায়ী বছর? সে যেমনই কাটুক না কেন, ভুলে গিয়ে এ বার শুরু করুন নতুন বছরের পথচলা। ১৪২৭ সন নতুন বছর কেমন যাবে মকর রাশির তার একটা আগাম ঝলক রইল এখানে।

Advertisement

এই রাশির অধিপতি গ্রহ শনি। প্রকৃতপক্ষে শনি দুঃখ-যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার শক্তি যোগায়। বর্তমানে শনি মকরে আছেন। তবে গত ফাল্গুন মাসে শনির সংক্রমণকালে মকর রাশির চন্দ্রশুদ্ধির জন্য গোচরে অশুভ হলেও শুভ ফল দেবে। ১৪২৭ সনে পারিবারিক ক্ষেত্রে সবকিছু মোটামুটি আয়ত্তের মধ্যে থাকলেও সম্পর্কগত ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। সে ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং সহনশীল হতে হবে। বিবাহিত জীবনেও কয়েক বার অশান্তির আশঙ্কা দেখা যায়। তবে বিচ্ছেদের আশঙ্কা নেই।

বর্তমান বছরে বহু দিনের কোনও আশা পূরণের সম্ভাবনা দেখা যায়। শত্রুরা ক্ষতির চেষ্টা করেও ব্যর্থ হবে। তবে অযথা মানসিক উদ্বেগ বৃদ্ধির আশঙ্কা দেখা যায়। কঠোর পরিশ্রমে পড়াশোনায় ভাল ফল লাভ হবে। বিশেষ করে বাণিজ্য, কলা বিভাগের শিক্ষার্থীদের উন্নতি হতে পারে। চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত পরিস্থিতি বা কোনও জটিলতা দেখা দিতে পারে। তবে বছরের মাঝামাঝি অফিসে পদোন্নতি বা আর্থিক উন্নতি অথবা সম্মান বৃদ্ধির যোগ আছে।

Advertisement

আরও পড়ুন: ১৪২৭ সন কেমন যাবে ধনু রাশির

এই রাশির ক্ষেত্রে চাকরির চেয়ে ব্যবসাতেই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এ বছর নতুন ব্যবসা শুরু বা অর্থ বিনিয়োগের আগে ভাল ভাবে যাচাই করে নিতে হবে। নিজস্ব পেশায় যুক্তদের সাফল্য লাভের সুযোগ আসতে পারে। এ বছর এই রাশির বিবাহের যোগ দেখা যায়। বিশেষ করে প্রণয়মূলক বিবাহের ক্ষেত্রে।

সন্তানের স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই চিন্তার কারণ হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য আগের থেকে খারাপ হবে। নিজস্ব শারীরিক বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বছর সম্পত্তির বিষয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। এ বছর ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement