Astrology

রবির রাশি পরিবর্তনে কী ফল হতে পারে

রবি ১৪ মে ( রাত ১১টা ২৫ মিনিটে ) রাশি পরিবর্তন করে ১৫ মে থেকে বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশিতে অবস্থান করছে বুধ, শুক্র এবং রাহু। রবির বৃষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ রাশিতে বুধ, শুক্র, রাহু এবং রবি একত্রে অবস্থান করবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ০৭:৫২
Share:

প্রতীকী ছবি।

রবি ১৪ মে ( রাত ১১টা ২৫ মিনিটে ) রাশি পরিবর্তন করে ১৫ মে থেকে বৃষ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশিতে অবস্থান করছে বুধ, শুক্র এবং রাহু। রবির বৃষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ রাশিতে বুধ, শুক্র, রাহু এবং রবি একত্রে অবস্থান করবে। বুধ এবং শুক্রের সঙ্গে রবির অবস্থান কোনও সমস্যার কারণ নয়। রাহুর সঙ্গে রবির অবস্থান জ্যোতিষশাস্ত্র মতে শুভ ফল দায়ক নয়। রাহু রবির একত্রিত (এক রাশিতে) অবস্থান গ্রহণযোগ সৃষ্টি করে যা শাস্ত্রমতে অশুভ যোগ। রবি এবং রাহু বৃষ রাশিতে অবস্থান করবে আগামী ১৫ জুন পর্যন্ত। চলতি মাসের ২৭ তারিখ থেকে বুধ এবং ২৯ তারিখ থেকে শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে অবস্থান করবে অর্থাৎ ২৯ মে-র পর থেকে ১৫ জুন পর্যন্ত বৃষ রাশিতে রবি এবং রাহু অবস্থান করবে। আগামী ১০ জুন বৃষ রাশিতে সূর্যগ্রহণ সংগঠিত হবে। জ্যোতিষশাস্ত্র মতে রবি এবং রাহুর অবস্থানের ফল সমস্ত রাশিকে কমবেশি প্রভাবিত করবে। প্রভাবিত করবে রাষ্ট্রকে। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।

Advertisement

কোন রাশির উপর কী প্রভাব পড়তে পারে—

মেষ রাশির অর্থনৈতিক ক্ষেত্রে অশুভ প্রভাব পড়ার আশঙ্কা।

Advertisement

বৃষ রাশির শারীরিক ক্ষেত্রে প্রভাব পরার আশঙ্কা।

মিথুন রাশির ব্যয়ের ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা।

কর্কট রাশির অর্থনৈতিক এবং আয় বা লাভের ক্ষেত্র প্রভাবিত হওয়ার সম্ভাবনা।

সিংহ রাশির স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং কর্মের উপর প্রভাব পড়ার আশঙ্কা।

কন্যা রাশির ব্যয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও ভাগ্যের ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা।

তুলা রাশির আয় বা লাভের ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের উপর প্রভাব পড়ার সম্ভাবনা।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা।

মকর রাশির সন্তানসুখ এবং সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা।

কুম্ভ রাশির গৃহসুখ, মাতৃ সুখের ক্ষেত্র প্রভাবিত হওয়ার আশঙ্কা।

মীন রাশির পরাক্রম এবং মানসম্মানের ক্ষেত্র প্রভাবিত হওয়ার সম্ভাবনা।

জন্মকালীন গ্রহের অবস্থান এবং দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement