—প্রতীকী ছবি।
আমরা সকলেই জানি যে, দুর্গাপুজো চলাকালীন যে তিথি চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। সেই তিথিতে আমাদের মনের কামনা বাসনা তথা সকল ইচ্ছা পূরণ করা সম্ভব হয় যদি মায়ের কৃপা থাকে। তাই এই সময়ে মায়ের কৃপা পেতে এমন কিছু জিনিস রয়েছে যা ক্রয় করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে অনিবার্য। সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
দেখা যাক কী কী জিনিস কিনে আনতে এই সময়
১) দুর্গা পুজোর অষ্টমী, নবমী এবং দশমী তিথি চলাকালীন বাড়িতে একটি ধাতুর বা ক্রিস্টালের যে কোনও একটি শ্রীযন্ত্রম স্থাপন করলে বাড়ির আর্থিক উন্নতি হবে দ্বিগুণ।
২) এই তিথিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়।
৩) সোনা বা রুপোর যে কোনও গয়না বা যে কোনও জিনিস বাড়িতে কিনে আনলে খুবই শুভ ফল লাভ করা যায়।
৪) এই তিথিতে একটি কড়ি কিনে এনে দেবী দুর্গার চরণে ছুঁইয়ে বা মা দুর্গার কাছে পুরোহিত দ্বারা পুজো করিয়ে এনে ক্যাস বাক্সে বা টাকা রাখার জায়গায় রাখা হয় তা হলে টাকা পয়সার জোগান ঠিকঠাক ভাবে সারা বছর চলতে থাকে।
৫) দুর্গা পুজোর যে কোনও দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করলে সংসারের অত্যন্ত মঙ্গল হয়।
৬) অনেকগুলো একসঙ্গে পদ্মফুল রয়েছে সে রকম ছবি বাড়িতে কিনে আনতে হবে। এই পদ্মফুল মায়ের অত্যন্ত প্রিয় জিনিস।
৭) এই তিথিতে বাড়িতে হনুমানজীর মুর্তি বা ছবি স্থাপন করুন এতে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন।