আমাদের পকেটে আমরা কত কিছুই না রাখি। বাড়ির চাবি, টাকাপয়সা, রুমাল আরও নানা রকম জিনিস। কিন্তু আমাদের সকলের জানা উচিত যে, পকেটে জিনিস রাখার ওপরেও শুভ অশুভ প্রভাব নির্ভর করে। বাস্তু মতে এমন কিছু জিনিস আছে, যা পকেটে রাখলে প্রচুর পরিমাণে অশুভ শক্তি আকর্ষণ করে যা আমাদের জীবনের ওপর অশুভ প্রভাব ফেলতে পারে।
পকেটে কী কী রাখা যাবে না জেনে নিন—
• আমাদের সকলের কাছেই আমাদের পূর্বপুরুষরা খুব প্রিয় হন। তাই তাঁদের স্মৃতি হিসেবে পকেটে বা মানিব্যাগে অনেকেই তাঁদের ছবি রাখেন। কিন্তু পকেটে এই ছবি রাখা একদম উচিত হয়, স্মৃতি হিসেবে বাড়ির অন্য কোথাও রাখতে হবে, পকেটে কখনই নয়।
• কোনও রকম ওষুধ পকেটে রাখতে নেই, প্রয়োজনে অন্য জায়গায় গুছিয়ে রাখুন, পকেটে নয়।
• পকেটে ছেঁড়া ওয়ালেট রাখার অভ্যাস দ্রুত ত্যাগ করুন, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। লক্ষ্মীকে ধরে রাখতে হলে ছেঁড়া মানিব্যাগ পকেটে রাখা যাবে না।
• বাস্তুমতে কোনও পুরনো বিল পকেটে রাখা অত্যন্ত অশুভ। যে কোনও পুরনো বিল যদি তা দরকারিও হয়, তা হলে তা কোনও ফাইলে রাখতে হবে, পকেটে নয়।
আরও পড়ুন: কী ধরনের কাজে আপনি প্রতিষ্ঠালাভ করতে পারেন (প্রথম অংশ)
• পকেটে টাকা কখনও দুমড়ে মুচড়ে আগোছালো ভাবে রাখা উচিত নয়। টাকা সব সময় ব্যাগে গুছিয়ে রাখতে হয়।
• খাবার খেতে খেতে বাঁচা খাবারের অংশ কখনও পকেটে রাখতে নেই। এই অভ্যাস ত্যাগ করুন।
• পকেটে ছুরি, কাঁচি এ সব কোনও জিনিস রাখতে নেই।
• পকেটে উত্তেজক কোনও ছবি রাখবেন না।