শনিবার ভুল করেও এই জিনিসগুলো কেনাবেচা করবেন না

শনিদেবকে নিয়ে প্রায় সকলের মনেই কম বেশি ভয় বা আতঙ্ক লেগেই থাকে। শনিদেবকে নিয়ে মাথাব্যথার যেন শেষ নেই। গ্রহরাজকে সন্তুষ্ট করতে আমরা কত কিই না করে থাকি। কারণ শাস্ত্র মতে, শনিদেবের রোষে না কি জীবন ছারখার হয়ে যায়। তার পুজো করার জন্য মানুষ কতবার না মন্দিরে যান! তবে যতই নিয়ম মেনে মন্দিরে গিয়ে পুজো করুন না কেন, দৈনন্দিন জীবনে এমন কিছু নিয়ম আছে যা মেনে চললে শনিদেবের রোষ থেকে বাঁচা সম্ভব।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০০:০৫
Share:

শনিদেবকে নিয়ে প্রায় সকলের মনেই কম বেশি ভয় বা আতঙ্ক লেগেই থাকে। শনিদেবকে নিয়ে মাথাব্যথার যেন শেষ নেই। গ্রহরাজকে সন্তুষ্ট করতে আমরা কত কিই না করে থাকি। কারণ শাস্ত্র মতে, শনিদেবের রোষে না কি জীবন ছারখার হয়ে যায়। তার পুজো করার জন্য মানুষ কতবার না মন্দিরে যান! তবে যতই নিয়ম মেনে মন্দিরে গিয়ে পুজো করুন না কেন, দৈনন্দিন জীবনে এমন কিছু নিয়ম আছে যা মেনে চললে শনিদেবের রোষ থেকে বাঁচা সম্ভব। এমন কিছু জিনিস আছে, যেগুলি শনিবার ভুল করেও কেনাবেচা করা উচিত নয়। করলে শনিদেব রুষ্ট হন। কী সেগুলি? দেখে নেওয়া যাক—

Advertisement

১) শনিবার ভুল করেও সর্ষের তেল ও সর্ষের দানা কেনা যাবে না। এর ফলে সংসারে অভাব অনটন দেখা দিতে পারে।

আরও পড়ুন: বৃহস্পতিবারে এই কাজগুলো করলে জীবনে নেমে আসতে পারে চরম বিপদ

Advertisement

২) শনিবার লোহার কিছু কেনা যাবে না। এমনকি যাঁরা লোহার কারবার করেন, তাঁদেরও এই দিন যতটা সম্ভব লোহার জিনিসপত্র কেনাবেচা না করাই ভাল। কোনও যানবাহনও এই দিন কেনা যাবে না, কারণ যানবাহনও লোহার তৈরি হয়।

৩) কাঠের কোনও আসবাবপত্র বা কাঠের যে কোনও জিনিস শনিবার কেনা উচিত নয়।

৪) শনিবার কালো জামা বা কালো জুতো কেনা যাবে না।

৫) কালো রঙের কোনও শস্য কেনা যাবে না।

৬) শনিবার কোনও ইলেক্ট্রনিক্স সামগ্রী কেনা যাবে না।

৭) শনিবার ছাতা কেনা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement