—প্রতীকী ছবি।
বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। বাংলার নবম মাসের সমাপ্তি হল মকর সংক্রান্তি। এই দিন সূর্য নবম রাশি ধনু থেকে দশম রাশি মকরে প্রবেশ করে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর মুখে যাত্রা শুরু করে। মকর সংক্রান্তি শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে পালিত হয়।
আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, পৌষপার্বণ, শ্রীশ্রী বাস্তুপূজা, শ্রীশ্রী গঙ্গাদেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান, গঙ্গাসাগর মেলা, শ্রীশ্রী টুসুপূজা, প্রয়াগে মহাকুম্ভ স্নান।
আগামী ১৪ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮ টা ৫৬ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
১৪ জানুয়ারি, ৩০ পৌষ, মঙ্গলবার, প্রতিপদ (কৃষ্ণপক্ষ) রাত ৩টে ২২ মিনিট পর্যন্ত।
অমৃত যোগ– সকাল ৭টা ৬ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ৪৯ মিনিট গতে ১১টা ২৪ মিনিটের মধ্যে। রাত ৭টা ৪৭ মিনিট গতে ৮টা ৪০ মিনিটের মধ্যে, পুনরায় ৯টা ৩৩ মিনিট গতে ১২টা ১২ মিনিটের মধ্যে। পুনরায় ১টা ৫৮ মিনিট গতে ৩টে ৪৩ মিনিট পর্যন্ত।
মাহেন্দ্র যোগ– রাত ৭টা ৪৭ মিনিটের মধ্যে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
১৪ জানুয়ারি, ২৯ পৌষ, মঙ্গলবার, প্রতিপদ (কৃষ্ণপক্ষ) রাত ৩টে ৪০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত।
অমৃত যোগ– সকাল ৭টা ৭ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে, পুনরায় ৭টা ৫০ মিনিট ৫ সেকেন্ড গতে ১১ টা ২৪ মিনিট ১১ সেকেন্ডের মধ্যে। রাত ৭টা ৪৬ মিনিট ১৬ সেকেন্ড গতে ৮টা ৩৯ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যে, পুনরায় ৯টা ৩২ মিনিট ৩৮ সেকেন্ড গতে ১২টা ১২ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে, পুনরায় ১টা ৫৮ মিনিট ৩২ সেকেন্ড গতে ৩টে ৪৪ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত।
মাহেন্দ্র যোগ– রাত ৭টা ৪৬ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে।