এই মন্ত্র দিনের যে কোনও সময়ে পাঠ করা যায়।
আমাদের জীবনে কোনও না কোনও সময়ে অভাব চলেই আসে। যার জন্য হয়তো আমরা সব সময় তৈরি থাকি না। খুব বেশি দিন ধরে যদি অভাব চলে তা হলে আমাদের মনে অবসাদ দানা বাঁধতে শুরু করে। মানসিক দিক দিয়েও আমরা ভেঙে পড়ি। নানা কারণে আমাদের জীবনে অভাব আসতে পারে। তবে নানা উপায়ও রয়েছে এই অভাব দূর করার।
আমরা সকলেই জানি কুবের ধনসম্পদের দেবতা। যদি নিয়মিত নিষ্ঠা ভরে ধন কুবেরের মন্ত্র পাঠ করা যায়, তা হলে জীবনে উন্নতি আসতে খুব বেশি সময় লাগে না। শুধু যে ধনসম্পত্তি বৃদ্ধি পায় তা-ই নয়, এ ছাড়াও আরও উপকার পাওয়া যায় এই মন্ত্র নিয়মিত পাঠ করলে।
কুবের মন্ত্র
‘ওম শ্রিম ওম হ্রিম শ্রিম, ওম হ্রিম শ্রিম ক্লিম ভিটিটশ্বরায়াহ নামাহ’
কুবের মন্ত্র পাঠ করার নিয়ম
এই মন্ত্র দিনের যে কোনও সময়ে পাঠ করা যায়। তবে সন্ধ্যা ও রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায়।
আর কোন কোন দিন এই মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যাবে?
ধনতেরাস, অক্ষয়তৃতীয়া, কালীপুজো এবং যে কোনও গ্রহণের দিন এই মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যাবে।
এই মন্ত্র পাঠ করলে ধনসম্পত্তি ছাড়া আর কী উপকার মেলে?
• মানসিক শান্তি পাওয়া যায়।
• কর্মে কোনও দোষ থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায়।
• নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।
• যে কোনও সিদ্ধান্ত সঠিক ভাবে নেওয়া যায়।
• অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়।