গোচর কাল বিভিন্ন রাশিতে কেমন ফল দান করে।
জ্যোতিষশাস্ত্র মতে রাহুর মতো কেতুও গাণিতিক বিন্দু। অন্যান্য গ্রহের মতো শারীরিক অস্তিত্ব না থাকলেও এর প্রভাব অসাধারণ। কেতুকেও রাহুর মতো অশুভ গ্রহের স্থান দেওয়া হয়েছে। তবে অশুভ গ্রহ মানেই যে আতঙ্কের তা নয়।
কেতু চূড়ান্ততার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ অশুভ বা শুভ সমস্ত ক্ষেত্রেই চূড়ান্ত ফল দান করে। কেতু আধ্যাত্মিক ক্ষেত্রে শুভ ফল দান করে। এই কারণে কেতুকে আধ্যাত্মিক গ্রহও বলা হয়। কেতু কখনও সূর্য, কখনও মঙ্গল, কখনও বৃহস্পতির মতো ফল দান করতে সক্ষম। তা অবশ্য নির্ভর করে কেতুর অবস্থানের উপর।
গোচর কাল বিভিন্ন রাশিতে কেমন ফল দান করে–
প্রথম রাশিতে শুভ ফল দান করলেও রোগ ভীতি দান করে।
দ্বিতীয় রাশিতে জ্ঞান লাভ। খাদ্যের বিষয়ে খুব শুভ ফল দান করে না।
তৃতীয় রাশিতে শুভ ফল দান করে বিশেষত সাহস, পরাক্রম, মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে।
চতুর্থ রাশিতে অশুভ ফল দান করে বিশেষত শিক্ষা, পারিবারিক এবং মাতৃ সুখের ক্ষেত্রে।
পঞ্চম রাশিতে অশুভ সন্তান এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগের ক্ষেত্রে।
ষষ্ঠ রাশিতে শত্রু, রোগ, ঋণ, প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল দান করে।
সপ্তম রাশিতে সাংসারিক সুখের ক্ষেত্রে অশুভ। বিপরীত লিঙ্গের চক্রান্তের থেকে সাবধান থাকা জরুরী।
অষ্টম রাশিতে শারীরিক সমস্যা হতে পারে, বিশেষত ত্বকের সমস্যা।
নবম রাশিতে শুভ ফল দান করে না। তবে ভাষা এবং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে শুভ।
দশম রাশিতে সাফল্য দান করে।
একাদশ রাশিতে শুভ। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা।
দ্বাদশ রাশিতে শুভ ফল দান করে না।
২০২১ সালে কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম রাশিতে, ধনু রাশির ক্ষেত্রে দ্বাদশ রাশিতে। মকর রাশির একাদশে, কুম্ভ রাশির দশমে, মীন রাশির নবমে, মেষ রাশির অষ্টমে, বৃষ রাশির সপ্তমে, মিথুন রাশির ষষ্ঠে, কর্কট রাশির পঞ্চমে, সিংহ রাশির চতুর্থে, কন্যা রাশির তৃতীয়ে, তুলা রাশির দ্বিতীয়ে কেতুর অবস্থান। জন্মকালীন গ্রহের অবস্থানের কারণে ফলের পরিবর্তন হতে পারে।