Personality according to Birth Date

আপনার জন্মতারিখ কবে? সেই অনুযায়ী আপনার উপর কোন গ্রহের প্রভাব রয়েছে? এর ফলে কী হয়?

১ থেকে ৯ পর্যন্ত প্রত্যেক সংখ্যা এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত। এই কারণে জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ০৭:০৫
Share:

—প্রতীকী ছবি।

সংখ্যাতত্ত্ব পৃথিবীর প্রায় সব দেশেই কমবেশি জনপ্রিয়। সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণীও করা হয়। এই তত্ত্বের মূল বিষয় হল বিভিন্ন সংখ্যা। সংখ্যাতত্ত্ব মতে জন্মতারিখ খুবই গুরুত্বপূর্ণ। এই তত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার গুরুত্ব সর্বাধিক। ১ থেকে ৯ পর্যন্ত প্রত্যেক সংখ্যা এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত। এই কারণে জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। কোন তারিখে জন্ম হলে কোন গ্রহের প্রভাব পড়ে, ওই গ্রহের প্রভাবে ব্যক্তির কেমন চারিত্রিক বৈশিষ্ট্য হয়, জেনে নিন।

Advertisement

যে সকল ব্যক্তির জন্মতারিখ ১, ১০, ১৯ এবং ২৮, তাঁরা রবির প্রভাবে প্রভাবিত হন। এই ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা প্রবল হয়। জন্মগত ভাবে যে কোনও ব্যক্তিকে প্রভাবিত করার ক্ষমতা থাকে এঁদের।

২, ১১, ২০ এবং ২৯ জন্মতারিখের ব্যক্তিরা চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন। এঁদের অভিনয় ক্ষমতা, জনপ্রিয়তা, বন্ধুবান্ধব এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা জন্মগত ভাবে থাকে। এই সকল জন্মতারিখের ব্যক্তি কথা বলা এবং বোঝানোর বিষয়ে দক্ষ হন।

Advertisement

যে সকল ব্যক্তির জন্মতারিখ ৩, ১২, ২১ এবং ৩০, তাঁরা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। এই সকল ব্যক্তি ধার্মিক এবং সৃজনশীল প্রকৃতির হন। জনসংযোগ, সামাজিক কাজ এবং সুপরিকল্পনা দানের ক্ষমতা তাঁদের জন্মগত ভাবে থাকে।

৪, ১৩, ২২ এবং ৩১ জন্মতারিখের ব্যক্তিরা রাহুর প্রভাবে প্রভাবিত হন। পার্থিব বিষয়ে তাঁদের বিশেষ আকর্ষণ থাকে। এই সকল ব্যক্তির ব্যবহারিক জ্ঞান, বিশ্বাসযোগ্যতা এবং কর্মক্ষমতা জন্মগত। বৈদ্যুতিক জিনিসপত্র এবং প্রযুক্তির বিষয়ে প্রবল আকর্ষণ থাকে।

যে সকল ব্যক্তির জন্মতারিখ ৫, ১৪ এবং ২৩, তাঁরা বুধের প্রভাবে প্রভাবিত হন। তাঁদের আচরণে বালকসুলভ হাবভাব থাকে এবং তাঁরা অস্থির প্রকৃতির হন। এই সকল ব্যক্তি জন্মগত ভাবে নতুন কিছু করার বিষয়ে আগ্রহী হন।

৬, ১৫ এবং ২৪ জন্মতারিখের ব্যক্তিরা শুক্রের প্রভাবে প্রভাবিত হন। এই সকল ব্যক্তির মনে জন্মগত ভাবে ভালবাসা, সমবেদনা, দায়িত্বজ্ঞানের বোধ থাকে। পার্থিব বিষয়ে বিশেষ ভাবে আকর্ষিত হন। গানবাজনা, অভিনয় ইত্যাদি শিল্পের প্রতি তাঁদের বিশেষ আকর্ষণ থাকে।

যে সকল ব্যক্তির জন্মতারিখ ৭, ১৬ এবং ২৫, তাঁরা কেতুর প্রভাবে প্রভাবিত হন। এই সকল ব্যক্তি ধার্মিক এবং আধ্যাত্মিক প্রকৃতির হন। তাঁদের অন্তর্দর্শন ক্ষমতা, আত্মজ্ঞান, গভীর চিন্তাক্ষমতা জন্মগত।

৮, ১৭ এবং ২৬ জন্মতারিখের ব্যক্তিরা শনির প্রভাবে প্রভাবিত হন। এই সকল ব্যক্তি বাস্তববাদী প্রকৃতির হন। তাঁদের নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধ জন্মগত। কঠিন পরিশ্রমের দ্বারা এই ব্যক্তিগণ লক্ষ্যপূরণে সমর্থ হন।

জন্মতারিখ ৯, ১৮, ২৭ হলে জাতক মঙ্গলের প্রভাবে প্রভাবিত। সাহসী, ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আসক্তি, পরোপকার করার মানসিকতা এঁদের জন্মগত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement