Lottery Horoscope Prediction

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোন কোন রাশির লটারি প্রপ্তির যোগ রয়েছে?

জ্যোতিষশাস্ত্র আপনাকে লটারি কেটে লাভ হবে না লোকসান সেই বিষয়ে একটা ধারণা দিতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২১
Share:

—প্রতীকী ছবি।

অনেক মানুষের মনেই লটারির টিকিট কাটার ইচ্ছা থাকে। সেই টিকিট কেটে পুরস্কার পেতে সকলেই পছন্দ করেন। অনেকেই বেশ কয়েক বার নিরাশ হওয়ার পর লটারির টিকিট কাটা বন্ধ করে দেওয়ার কথা ভাবেন। সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনার কাজে আসতে পারে। এই শাস্ত্র আপনাকে লটারি কেটে লাভ হবে না লোকসান সেই বিষয়ে একটা ধারণা দিতে পারে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ৮ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারির টিকিট কেটে লাভ হতে পারে জেনে নিন।

Advertisement

দেখে নেব কোন কোন রাশির এই সপ্তাহে লটারি কেটে লাভ হবে:

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। ভাগ্য পরখ করে দেখতে চাইলে কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন।

Advertisement

বৃষ: সপ্তাহের মধ্য এবং শেষ ভাগ বৃষ রাশির জন্য বেশ ভালই কাটবে।

মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা এই সপ্তাহের যে কোনও সময়েই লটারির টিকিট কাটতে পারেন। লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট: অর্থের দিক দিয়ে কর্কট রাশির এই সপ্তাহ খুব ভাল কাটবে। লটারির টিকিট কেটে দেখতে পারেন।

সিংহ: সিংহ রাশির জাতকদের এই সপ্তাহে লটারির টিকিট কাটা উচিত হবে না। লোকসান হওয়ার আশঙ্কা প্রবল।

কন্যা: এই সপ্তাহে কন্যা রাশির লোকেদের ভাল-খারাপ মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা: সপ্তাহের শুরুতে তুলা রাশির মানুষরা একবার লটারি কেটে দেখতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ অনুকূল বলে মনে করা হচ্ছে।

ধনু: সপ্তাহের শুরু এবং শেষের থেকে মধ্যম ভাগটা ধনু রাশির জন্য বেশ অনুকূল। লটারির টিকিট কেটে দেখতে পারেন।

মকর: এই সপ্তাহে মকর রাশির খুব ভাল অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে কোনও সময়ে লটারি কেটে দেখতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটবেন না, লাভের কোনও সম্ভাবনা নেই।

মীন: মীন রাশির জন্য গোটা সপ্তাহটা মোটামুটি ভাল দেখা যাচ্ছে। এক বার লটারি কেটে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement