Study Room Vastu

পড়াশোনায় সন্তানের মন বসাতে ঘরে কোন ছবি রাখা যাবে, কোন ছবি রাখা যাবে না?

বাচ্চাদের পড়ায় মনোযোগ আনার ক্ষেত্রেও কাজে আসতে পারে এই শাস্ত্র। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাচ্চাদের পড়ার ঘর সাজানো হয়, তা হলে খুব ভাল ফল পাওয়া যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৪
Share:

—প্রতীকী ছবি।

সন্তানদের পড়াশোনা নিয়ে সব অভিভাবকের মনেই প্রচুর চিন্তা থাকে। কিছু বাচ্চা পড়াশোনায় খুবই মনোযোগী হলেও, কেউ কেউ বইখাতা থেকে দূরে থাকতেই পছন্দ করে। এই সকল সন্তানদের নিয়ে মা-বাবাদের মনে সব সময়ই প্রচুর চিন্তা ঘুরে বেড়ায়। পরীক্ষায় কেমন ফল করবে, পাশ করবে কি না এই সমস্ত নানা দুশ্চিন্তা অভিভাবকদের মাথায় বাসা বাঁধে। বর্তমান সময়ে মানুষ বাস্তুশাস্ত্রের উপর বিশ্বাস রাখেন। কারণ, এই শাস্ত্র মেনে কাজ করে বহু সমস্যার সমাধান পেয়েছেন তাঁরা। বাচ্চাদের পড়ায় মনোযোগ আনার ক্ষেত্রেও কাজে আসতে পারে এই শাস্ত্র। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বচ্চাদের পড়ার ঘর সাজানো হয়, তা হলে খুব ভাল ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে বলা আছে এমন কিছু ছবি যদি সন্তানের পড়ার ঘরে রাখতে পারেন ভাল হয়।

Advertisement

দেখে নেব কী ধরনের ছবি লাগানো উচিত:

১) বাচ্চাদের পড়ার ঘরে একটা বেশ বড় আকারের তোতা পাখির ছবি লাগান। ছবিটা আপনার সন্তানের চোখে পড়বে এই রকম জায়গায় লাগাতে হবে।

Advertisement

২) অনেক পাখি আকাশে একসঙ্গে উড়ে যাচ্ছে এমন ছবি লাগান। এতে বাচ্চার মনোযোগ বৃদ্ধি পাবে।

৩) সাতটা ঘোড়া একসঙ্গে ছুটে চলেছে এমন ছবি লাগাতে পারেন।

৪) সূর্যোদয়ের ছবি বাচ্চাদের পড়ার ঘরে লাগানো যেতে পারে।

৫) যে কোনও জ্ঞানী ব্যক্তি, বা মহাপুরুষের ছবি পড়ার ঘরে লাগাতে পারেন। এর ফলে বাচ্চারা অনুপ্রাণিত হবে।

জেনে নিন কোন ধরনের ছবি পড়ার ঘরে লাগানো যাবে না:

১) কোনও দুঃখজনক ছবি পড়ার ঘরে লাগানো যাবে না।

২) যুদ্ধের ছবি লাগানো যাবে না।

৩) সিনেমার পোস্টারের ছবি লাগানো যাবে না।

৪) মন বিচলিত করতে পারে এমন কোনও ছবি লাগানো যাবে না, এতে বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করতে বাধা আসতে পারে।

৫) পড়ার ঘরে পুরনো ক্যালেন্ডার রাখবেন না। যদি থেকে থাকে, তা হলে তা সরিয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement