Vastu Shastra

Vastu Shastra: মৃত্যুর পর গুরুজনদের ছবি ঘরে রাখার বিশেষ কিছু নিয়ম যা না মানলে ক্ষতি হতে পারে

কম বেশি প্রায় বাড়িতেই দেখা যায় বাড়ির গুরুজনদের মৃত্যুর পর তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বা সর্বদা মনে রাখার জন্য তাঁদের ছবি ঘরে রাখা হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ০৮:৫৩
Share:

প্রতীকী চিত্র।

কম বেশি প্রায় বাড়িতেই দেখা যায় বাড়ির গুরুজনদের মৃত্যুর পর তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বা সর্বদা মনে রাখার জন্য তাঁদের ছবি ঘরে রাখা হয়। ছবি রাখা হোক তাতে কোনও অসুবিধে নেই। কিন্তু এই ছবি রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে তা যদি না মানা হয় তা হলে জীবনে কোনও ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

দেখে নেব ছবি রাখার সঠিক নিয়মগুলো—

• অনেক বাড়িতেই দেখা যায় যে গুরুজনদের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে রাখা হয়েছে, এ রকম করা একেবারেই উচিত নয়।

Advertisement

• এই রকম ছবি কখনও দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে না, এই ছবি রাখতে হবে ফটো স্ট্যান্ডে, অর্থাৎ যা টেবিলের ওপর বা যে কোনও জায়গায় রাখা যায়।

• বাড়ির জীবিত অন্যান্য সদস্যদের ছবির সঙ্গে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না, এতে জীবিত ব্যক্তির জীবনে নেমে আসবে নানা সঙ্কট এবং শাস্ত্র অনুসারে মনে করা হয় সেই জীবিত ব্যক্তির আয়ু কমতে থাকে।

• পুর্বপুরুষদের ছবি কখনও দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে নেই, এটা অশুভ মানা হয়।

• এই রকম ছবি সব সময় উত্তর দিকে রাখতে হয় যাতে ছবির মুখ থাকে দক্ষিণ দিকে।

• এই ছবি এমন জায়গায় রাখতে নেই যাতে সব সময় সেই ছবি মানুষের নজরে পরে, এতে ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।

• পুর্বপুরুষদের ছবি খুব বেশি সংখ্যায় ঘরে রাখতে নেই।

• এই ধরনের ছবি কখনও ডাইনিংরুম, বেডরুম বা রান্নাঘরে রাখতে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement