Brushing Tips

নিয়মিত দাঁত না মাজার পরিণতি হতে পারে ভয়ঙ্কর, কোন কোন রোগের ঝুঁকি বাড়ে?

মুখের স্বাস্থ‍্যবিধির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে শরীরেরও। রোজ দাঁত না মাজলে কী কী শারীরিক সমস‍্যা দিতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১১:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

দাঁত ভাল রাখতে দাঁত মাজার কোনও বিকল্প নেই। নিয়মিত ব্রাশ করা দৈনন্দিন জীবনের স্বাস্থ‍্যকর অভ‍্যাসগুলির একটা। মুখের ভিতর জমে থাকা ব‍্যাক্টেরিয়া দাঁতের ক্ষয়ের কারণ হয়ে ওঠে। রোজ নিয়ম করে ব্রাশ না করলে দাঁতের নানা সমস‍্যা দেখা দেয়। শুধু কি দাঁতের? চিকিৎসকেরা জানাচ্ছেন, নিয়মিত দাঁত না মাজলে তার প্রভাব পড়ে শরীরেও। মুখের স্বাস্থ‍্যবিধির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে শরীরেরও। রোজ দাঁত না মাজলে কী কী শারীরিক সমস‍্যা দিতে পারে?

Advertisement

ডায়াবিটিস

মুখের ভিতরের সংক্রমণে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। ডায়াবিটিসের ঝুঁকি বাড়ে। মুখের ভিতরের পরিস্থিতির উপর রক্তে গ্লুকোজের ভারসাম‍্য নির্ভর করে।

Advertisement

অন্তঃসত্ত্বাকালীন জটিলতা

দাঁত না মাজার পরিণতি যে কত মারাত্মক হতে পারে, তা উঠে এসছে বিভিন্ন গবেষণায়। নিয়মিত দাঁত না মাজলে অনেক সময় সময়ের আগে সন্তান জন্মানোর ঝুঁকি থাকে। এমনকি শিশুর ওজন অনেক কম হওয়ারও ভয় থাকে।

হার্টের সমস‍্যা

দাঁত না মাজার সঙ্গে হার্টের সমস‍্যার সরাসরি যোগ রয়েছে। দাঁত না মাজলে মুখের ভিতর সংক্রমণ হয়। সংক্রমণের ফলে এক ধরনের টক্সিন নিঃসৃত হয়। যে টক্সিন রক্তের মধ‍্যে দিয়ে সরাসরি হার্টে গিয়ে পৌঁছয়। যার ফলে হার্ট সংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement