Child Care

আদরের চুমুও ক্ষতি করতে পারে সন্তানের? শিশুকে ঘন ঘন চুম্বন করতে কেন বারণ করছেন গবেষকেরা?

শিশুকে চুমু খাওয়া মোটেও ভাল অভ্যাস নয়, এমনটাই মত গবেষকদের। বিশেষ করে, সদ্যোজাত শিশুকে বার বার চুমু খেলে তার শরীরে নানা সংক্রামক রোগ বাসা বাঁধতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:৪৭
Share:

শিশুর গালে, কপালে বা ঠোঁটে চুমু খান, কী ক্ষতি হচ্ছে? ছবি: ফ্রিপিক।

শিশুকে আদর করছেন, সে না হয় ঠিক আছে। কিন্তু, ঘন ঘন চুম্বন করছেন কি? শিশুর গালে, কপালে বা ঠোঁটে বারে বারে চুমু খেলে তা শিশুর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর হতে পারে। আপনার আদরের চুমুও সন্তানের বিপদের কারণ হতে পারে। এমনটাই দাবি করেছেন ব্রিটেনের প্রাইমরোজ় ফ্রিস্টোন ইউনিভার্সিটির গবেষকেরা।

Advertisement

শিশুকে চুমু খাওয়া মোটেও ভাল অভ্যাস নয়, এমনটাই মত গবেষকদের। বিশেষ করে সদ্যোজাত শিশুকে বার বার চুমু খেলে তার শরীরে নানা সংক্রামক রোগ বাসা বাঁধতে পারে। শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে হেতু দুর্বল থাকে, তাই খুব সহজেই বড়দের শরীর থেকে সংক্রামক জীবাণু শিশুর শরীরে ছড়িয়ে পড়তে পারে। গবেষকেরা বলছেন, চুমু খাওয়ার সময়ে লালার মাধ্যমে ই-কোলাই ব্যাক্টেরিয়া ঢুকে যেতে পারে শিশুর শরীরে। এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ শিশুর জন্য প্রাণঘাতীও হতে পারে। তা ছাড়া চুমু খাওয়ার সময়ে বড়দের ঠোঁটের লিপস্টিক, লিপগ্লস বা ময়েশ্চারাইজ়ারও ঢুকতে পারে শিশুর শরীরে। রাসায়নিক মিশ্রিত ওই সব প্রসাধনী শিশুর ত্বকের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়।

গবেষণা আরও বলছে, চুম্বনের মাধ্যমে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বড়দের থেকে শিশুর শরীরে ঢুকতে পারে। বিভিন্ন চর্মরোগের জন্য দায়ী এই ভাইরাস। নিবিড় শারীরিক যোগাযোগ এবং ছোঁয়াছুঁয়ি থেকে এই রোগটি দ্রুত ছড়াতে পারে। আর হার্পিস ভাইরাস এক বার শরীরে ঢুকলে তা সহজে যেতে চায় না। স্নায়ুকোষের মধ্যে আজীবন সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। মাঝেমধ্যে বেরিয়ে ত্বকে ক্ষত, জ্বালাযন্ত্রণা ও নানা চর্মরোগ তৈরি করতে পারে। অনেকেরই জিভে, ঠোঁটে, গালে হার্পিস হয়। সেই রোগ নিয়ে যদি কোনও শিশুকে চুম্বন করা হয়, তা হলে তার শরীরেও ভাইরাস দ্রুত ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। তাই সাবধান থাকতেই হবে।

Advertisement

চুম্বন থেকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরও সংক্রমণ হতে পারে। থুতু ও লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। যাঁর শরীরে এই ভাইরাস রয়েছে তিনি যদি কোনও সদ্যোজাতকে চুমু খান, তা হলে সেই শিশুও আক্রান্ত হবে সে রোগে। তা ছাড়া শিশুদের মেনিনজাইটিস রোগের ঝুঁকিও বেশি থাকে। মেনিংগোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামক জীবাণুগুলি এই রোগের জন্য দায়ী। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই প্রকারের জীবাণু ঘটিত রোগের ঝুঁকি বাড়ে। মেনিনজাইটিসের জীবাণু মস্তিষ্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। রোগ বেড়ে গেলে খিঁচুনির উপসর্গ দেখা দেয়।

গবেষকেরা বলছেন, শিশুকে কোলে নেওয়ার আগে হাত ধুয়ে নেওয়া জরুরি। বাইরে থেকে ফিরেই শিশুর গায়ে হাত দেবেন না। আর শিশুর মুখমণ্ডলের কোথাও চুম্বন করা একেবারেই ঠিক নয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে পরিবারের সকলকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement