Viral Video

মহাকুম্ভে ভান্ডারার খাবারে ছাই মেশানোর অভিযোগ! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড পুলিশকর্তা

মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের স্বল্পমূল্যে এবং বিনামূল্যে খাবার দেওয়ার জন্য বিভিন্ন দল এবং সংস্থা ভান্ডারা তৈরি করেছে মেলাপ্রাঙ্গণে। সে রকমই একটি ভান্ডারায় গিয়ে খাবারে ছাই মেশাতে দেখা গিয়েছে এক পুলিশ আধিকারিককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১০:১৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মহাকুম্ভের ‘ভান্ডারা’ (খাবার তৈরি এবং বিলির জায়গা)-য় গিয়ে খাবারে ছাই মেশানোর অভিযোগ! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড (নিলম্বিত) করল উত্তরপ্রদেশের সরকার। ওই পুলিশ আধিকারিকের নাম ব্রিজেশকুমার তিওয়ারি। তিনি সোরাওঁর থানার এসএইচও (স্টেশন হাউস অফিসার) পদে কর্মরত ছিলেন। অভিযোগ, প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দেওয়া একদল ভক্তের জন্য প্রস্তুত করা খাবারে ছাই মিশিয়েছেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আর তার পরেই ব্রিজেশকে সাসপেন্ড করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের স্বল্পমূল্যে এবং বিনামূল্যে খাবার দেওয়ার জন্য বিভিন্ন দল এবং সংস্থা ভান্ডারা তৈরি করেছে মেলাপ্রাঙ্গণে। সে রকমই একটি ভান্ডারায় গিয়ে খাবারে ছাই মেশাতে দেখা গিয়েছে ব্রিজেশকে। ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেলাপ্রাঙ্গণে একটি ভান্ডারায় ইটের উনুনে খাবার রান্না করা হচ্ছে। হঠাৎ এক পুলিশ অফিসার এসে একটি জায়গায় ছাই নিয়ে খাবারের পাত্রে ছুড়ে দেন। তার পর সেখান থেকে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তৈরি হয়েছে বিতর্ক। সমালোচনার মুখে পড়েছেন ব্রিজেশ।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় ডিসিপি (গঙ্গা নগর) কুলদীপ সিংহ গুণওয়াত বলেছেন, ‘‘ভান্ডারায় তৈরি খাবার নষ্ট করার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সোরাওঁর থানার এসএইচও ব্রিজেশ কুমার তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করে পুলিশকর্মীর সমালোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement