Health

Anti-Ageing Tips: কমবয়সেই চেহারায় বার্ধক্যের ছাপ পড়ছে? কয়েকটি ভুল এড়িয়ে চলুন

প্রসাধনীর ব্যবহার নয়, অকালবার্ধক্য ঠেকাতে রোজের জীবনে কয়েকটি ভুল এড়িয়ে চলুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৭:৩৬
Share:

অকাল বার্ধক্যকে কিন্তু রোধ করা যেতে পারে। ছবি: সংগৃহীত

বৃষ্টি হোক বা বার্ধক্য— সময়ের আগে আসলে দু’টি-ই ভীষণ বিরক্তকর। অসময়ের বৃষ্টিকে আগে থেকে থামানোর উপায় জানা না থাকলেও অকাল বার্ধক্যকে কিন্তু রোধ করা যেতে পারে। তার জন্য রোজের জীবনে আনতে হবে কয়েকটি বদল। সেগুলি কী কী?

Advertisement

ধূমপান ত্যাগ করুন

মাত্রাতিরিক্ত ধূমপান করার ফলে কপাল এবং মুখের চারপাশে অনেক সময়ে ভাঁজ পড়ে যেতে দেখা যায়। যার ফলে কমবয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।

Advertisement

অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন

সপ্তাহে এক দিন মদ্যপান অনায়াসে করাই যেতে পারে। কিন্তু মাত্রা ছাড়া মদ্যপান করার ফলে শরীরে ফ্যাট জমে যাওয়ার আশঙ্কা থাকে। তার ফলে অনেক সময়ে বয়সের তুলনায় বয়স্ক দেখাতে পারে।

অতিরিক্ত চিনি খাওয়া ছাড়ুন

বেশি চিনি খাওয়ার ফলে ত্বকের উপকারী উপাদান কোলাজেন এবং ইলাস্টিন নষ্ট হয়ে গিয়ে ত্বকের লাবণ্য হারিয়ে যেতে পারে। এতে অল্প বয়সেই বেশি বয়স্ক দেখাতে পারে।

মন ভাল রাখুন

মানসিক উদ্বেগের ছাপ পড়তে পারে ত্বকেও। অল্প বয়স থেকে বেশি চিন্তা করলে চিন্তার বহিঃপ্রকাশ দেখা যায় ত্বকে। ক্লান্তির ছাপ পড়ে। ফলে বেশি বয়স্ক দেখাতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement