Drink and Drive

মদ্যপানের পর গাড়ি চালিয়ে বাড়ি ফিরবেন? সমস্যা এড়াতে কয়েকটি কথা মাথায় রাখতে পারেন

মদ্যপান করে গাড়ি চালানো চিন্তার। দুর্ঘটনার আশঙ্কা থাকে। সঙ্গে পুলিশের ভয়ও থাকে। ফলে মদ্যপানের আগে কয়েকটি কথা মাথায় রাখা জরুরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ২০:৫৮
Share:

মদ্যপান করে গাড়ি চালালে নানা দুর্ঘটনার আশঙ্কা থাকে। ছবি : সংগৃহীত

মদ্যপান করে গাড়ি চালালে নানা দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিন্তু তাই বলে কি মদ্যপান আর করবেন না? তা তো নয়। কিন্তু কখন কতটা মদ্যপান করা যায়, সে দিকে খেয়াল রাখা জরুরি। আর সেই মতো নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে।

Advertisement

মদ্যপানের পর যদি কোথাও থেকে গাড়ি চালিয়ে ফিরতে হয়, তবে কয়েকটি কথা মাথায় রাখতে হবে।

নেশার ঘোর কাটাতে চাইলে জল খেলে বা ঠান্ডা জলে স্নান করলে আদতে কোনও লাভই হয় না। ছবি : সংগৃহীত

মদ্যপান করার পর জল খাবেন না কফি?

Advertisement

অতিরিক্ত মদ খেয়ে, নেশার ঘোর কাটাতে চাইলে জল খেলে বা ঠান্ডা জলে স্নান করলে, আদতে কোনও লাভই হয় না। তবে কফি খেলে খানিক উপকার মিলতে পারে।

মদ্যপান করার আগে কী কী বিষয় মনে রাখবেন?

১) যদি ভোরবেলা গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার থাকে সে ক্ষেত্রে আগের রাতে মদ্যপান থেকে বিরত থাকুন।

২) এক এক ধরনের মদে অ্যালকোহলের পরিমাণ এক এক রকম। তাই চেষ্টা করুন জল বা নরম পানীয়ের সঙ্গে মিশিয়ে খেতে।

৩) যদি মদ্যপান করতেই হয়, তা হলে হাতে সময় রেখে করুন। কোথাও যাওয়ার আগে যেন নেশার ঘোর কেটে যায়।

৪) মদ্যপানে আপনি যখন-তখন যে কাউকে টেক্কা দিতে পারেন? দেবেন না। কম পরিমাণ মদ্যপান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement